উয়েফা নেশন্স লিগ
ইতালিকে দুর্দান্ত প্রত্যাবর্তন করতে না দিয়ে সেমিতে জার্মানি
২৪ মার্চ ২০২৫

প্রথমার্ধেই তিন গোল করে সেমি-ফাইনালের পথে এক পা দিয়ে রেখেছিল জার্মানি। কিন্তু বিরতির পরই সেই চিত্র বদলাতে শুরু করল ইতালি। একে একে তিন গোল দিয়ে সমতায়ও ফিরে তারা। কিন্তু দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্পটা আর লেখাটা হলো না তাদের। দুই লেগ মিলিয়ে এগিয়ে থেকে উয়েফা নেশন্স লিগের শেষ চারে উঠেছে জার্মানরা।
ডর্টমুন্ডে রোববার রাতে কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে ইতালির সঙ্গে ৩-৩ গোলে ড্র করে স্বাগতিকরা। দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলের অগ্রগামিতায় সেমি-ফাইনালে ওঠে তারা। গত সপ্তাহে প্রথম লেগ ২-১ গোলে জয় পেয়েছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
৩০তম মিনিটে পেনাল্টি থেকে জার্মানির হয়ে প্রথম গোলটি করেন জশুয়া কিমিখ। ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন জামাল মুসিয়ালা। আর ৪৫তম মিনিটে তৃতীয় গোলটি করেন প্রথম ম্যাচে জয়ের নায়ক টিম ক্লাইনডিন্সট।
এরপরই জার্মানদের চেপে ধরতে শুরু করে ইতালি। ৪৯তম মিনিটে একটি গোল শোধ দেয় তারা। ৬৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান আরেকটু কমান মোইসে কিন। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে সফরকারীদের সমতায় ফেরান জিয়াকোমো রাসপাদোরি। কিন্তু শেষ পর্যন্ত আর কোনো গোল দিতে না পারায় বিদায় নিতে হয় তাদের।
কোয়ার্টার-ফাইনালের অন্য ম্যাচে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৫-৪ গোলে হারিয়ে সেমি-ফাইনালে পা রাখে স্পেন। পেনাল্টি শুটআউটে একই ব্যবধানে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ চারে ওঠে ফ্রান্সও। অপর ম্যাচে ডেনমার্ককে ৫-২ গোলে উড়িয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে জায়গা করে নেয় পর্তুগাল। শেষ চারে তাদের বিপক্ষে মাঠে নামবে জার্মানি।
মন্তব্য করুন: