রিয়ালের বাধায় আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়া নিয়ে অনিশ্চয়তা
৩০ এপ্রিল ২০২৫

ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ হওয়ার সম্ভাবনা বাস্তবে রূপ দেওয়ার পথে ছিলেন কার্লো আনচেলত্তি। কিন্তু ইতালিয়ান এই কোচের সঙ্গে আর্থিক চুক্তি ও সময়সূচি নিয়ে রিয়াল মাদ্রিদের আপত্তির কারণে সেই সম্ভাবনাকে অনিশ্চয়তায় ফেলে দিয়েছে বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ইএসপিএন ব্রাজিল।
গত সোমবার এক প্রতিবেদনে ইএসপিএন জানায়, আগামী জুনে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগেই আনচেলত্তির ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার ব্যাপারে আশাবাদী ছিল দেশটির ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সে জন্য লা লিগার মৌসুম শেষে রিয়ালের দায়িত্ব ছাড়বেন ৬৫ বছর বয়সী এই কোচ।
বুধবার নতুন প্রতিবেদনে ইএসপিএন জানায়, ২০২৬ সাল পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তি থাকা আনচেলত্তিকে চুক্তির বাকি অর্থ পরিশোধ করতে রাজি নয় ক্লাব কর্তৃপক্ষ। বোর্ডের মতে, লা লিগা মৌসুম শেষে কোচের বিদায় মেনে নেওয়া সম্ভব। কিন্তু এজন্য তারা চুক্তির বাকি অর্থ পরিশোধ করতে প্রস্তুত নয়।
সূত্রের মতে, সিবিএফের প্রতিনিধিরা বর্তমানে মাদ্রিদে অবস্থান করছেন এবং বিষয়টির সমাধানে আলোচনায় বসেছেন। তবে তারা এই নিয়ে আনচেলত্তির ওপর কোনো চাপ সৃষ্টি করতে চান না, কারণ ইতোমধ্যেই মৌখিকভাবে একটি চুক্তিতে তারা সম্মত হয়েছিলেন।
দুই মেয়াদে আনচেলত্তির অধীনে তিনটি চ্যাম্পিয়নস লিগ ও দুটি লা লিগার শিরোপা জিতেছে রিয়াল। তবে চলতি মৌসুমে সময়টা সুখকর যাচ্ছে না আনচেলত্তির। আর্সেনালের কাছে ধরাশায়ী হয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে তাদের। গত শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে অতিরিক্ত সময়ের গোলে হেরে কোপা দেল রের শিরোপা হাতছাড়া করেছে। এছাড়াও লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে আছে তারা।
গত মার্চ মাস থেকে কোনো কোচ ছাড়াই আছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে বাজেভাবে হারের পর তখনকার কোচ দরিভাল জুনিয়রকে বরখাস্ত করে দেশটি।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে বর্তমানে পয়েন্ট তালিকার চার নম্বরে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী ৪ জুন একুয়েডর এবং ৯ জুন প্যারাগুয়ের বিপক্ষে বাছাইপর্বে নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে তারা।
তবে শেষ পর্যন্ত আনচেলত্তিকে না পেলে আবারও আল-হিলাল কোচ জর্জ হেসুসের সঙ্গে আলোচনায় বসতে পারে সিবিএফ। কারণ আগামী ২৬ মে দল ঘোষণার সময় তারা কোচের উপস্থিতি কামনা করছে।
মন্তব্য করুন: