চ্যাম্পিয়নস লিগে কীর্তি গড়া ইয়ামালে মুগ্ধ বার্সা-ইন্টার কোচ

চ্যাম্পিয়নস লিগে কীর্তি গড়া ইয়ামালে মুগ্ধ বার্সা-ইন্টার কোচ

শুরুতেই দুই গোল হজম করে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। সেখান থেকে ইতিহাস গড়া গোলে দলকে প্রত্যাবর্তনের পথ দেখিয়েছেন লামিনে ইয়ামাল। তরুণ এই ফরোয়ার্ডের দেখানো পথ ধরে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালের প্রথম লেগের রোমাঞ্চকর ম্যাচ ড্র করেছে হানসি ফ্লিকের দল।

বুধবার রাতে ঘরের মাঠে ইন্টারের সঙ্গে ম্যাচটি ৩-৩ সমতায় শেষ করে বার্সেলোনা। এদিন ক্যারিয়ারের শততম ম্যাচ খেলতে নামেন ইয়ামাল।

ম্যাচের শুরুর ২১ মিনিটের ভেতর দুই গোল হজম করে বার্সেলোনা। ২৪তম মিনিটে দুর্দান্ত এক গোলে ব্যবধান কমান ইয়ামাল। ডান দিকে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে বক্সে ঢুকে কয়েকজন খেলোয়াড়ের মাঝ দিয়ে বাঁ পায়ের শটে বল জালে জড়ান তিনি।

১৭ বছর ২৯১ দিন বয়সে এই গোল করে চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড এখন এই স্প্যানিশ বিস্ময়বালকের দখলে। এতদিন এই রেকর্ডের দখল ছিল কিলিয়ান এমবাপ্পের। ২০১৭ সালের আসরে মোনাকোর হয়ে ১৮ বছর বয়সে ইউরোপা ক্লাব সেরার আসরে গোল করেছিলেন এই ফরাসি তারকা।

ম্যাচ শেষে ইয়ামালের পারফরম্যান্সের প্রশংসা করে কোচ ফ্লিক বলেন, “দুর্দান্ত গোলটি করে লামিনে আমাদের পথ দেখিয়েছে। আমরা যখন দুই গোলে পিছিয়ে, ঠিক তখনই ওর সেই গোলটা খুব জরুরি ছিল। সে দুর্দান্ত খেলেছে। বড় ম্যাচে সে সবসময় জ্বলে ওঠে, আজও তাই করেছে।" 

ইয়ামালের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে তাকে প্রশংসায় ভাসান ইন্টার কোচ সিমোনে ইনজাগিও। কেবল ইয়ামালকে থামাতেই বিরতির পর বেশ কয়েকটি কৌশলগত পরিবর্তন করতে হয়েছিল বলে জানান তিনি।

“লামিনে ইয়ামালের ওপর আমাদের আরও মনোযোগী হতে হতো। কিন্তু এটা বাইরে থেকে বলা খুব সহজ। প্রথমার্ধের শেষ ৩০ মিনিটে সে আমাদের রীতিমতো ভোগান্তিতে ফেলে দেয়। সে এমন এক প্রতিভা, যে ৫০ বছর পর পর জন্মায়। সরাসরি তাকে কখনও দেখিনি, কিন্তু আজ সে আমাকে মুগ্ধ করেছে।”

আগামী মঙ্গলবার সান সিরোয় ফিরতি লেগে মাঠে নামবে দু’দল।

মন্তব্য করুন: