লিগের শেষ দিন নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন আনচেলত্তি
৩ মে ২০২৫

রিয়াল মাদ্রিদের সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়ে জল্পনা থাকলেও এখনই কোনো মন্তব্য করতে নারাজ কোচ কার্লো আনচেলত্তি। স্প্যানিশ গণমাধ্যমে ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার গুঞ্জনের মাঝে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আগামী ২৫ মে লা লিগার শেষ দিন বিষয়টি নিয়ে কথা বলবেন।
এই নিয়ে দ্বিতীয় মেয়াদে রিয়াল কোচের দায়িত্ব পালন করছেন আনচেলত্তি। ইতালিয়ান এই কোচের অধীনে তিনটি চ্যাম্পিয়নস লিগ, দুটি ক্লাব বিশ্বকাপ জিতেছে মাদ্রিদের দলটি। বর্তমানে তার অধীনে তৃতীয় লা লিগা শিরোপা জয়ের অভিযানে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে আছে আনচেলত্তির দল। হাতে আছে পাঁচ ম্যাচ।
রোববার লিগ ম্যাচে ঘরের মাঠে সেল্তা ভিগোর মুখোমুখি হবে রিয়াল। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যতের বিষয়টি উঠে এলে বেশ স্পষ্ট করেই আনচেলত্তি বলেন, “আমি আমার ক্লাব, খেলোয়াড় ও সমর্থকদের খুব ভালোবাসি। আমি আমার ভবিষ্যৎ নিয়ে ২৫ মে কথা বলব।”
কবে এবং কীভাবে রিয়াল ছাড়বেন এ বিষয়ে এখনও কিছু জানেন না দাবি করে ৬৫ বছর বয়সী এই কোচ বলেন, “বিদায় যেভাবেই হোক, সেটাই হবে দারুণ কিছু। ক্লাবের সঙ্গে ছয় বছরে কোনো ঝামেলা হয়নি, শেষ দিনেও হবে না, যেটা আমি জানি না কবে হতে চলেছে। এটা ২৫ মেও হতে পারে, ২০২৬ ও হতে পারে।”
বিভিন্ন গণমাধ্যমে খবর, আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়ার বিষয়টি আটকে দিয়েছে রিয়াল কর্তৃপক্ষ। তবে বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়ে আনচেলত্তি বলেন, “ক্লাবের সঙ্গে দারুণ সম্পর্ক আছে। আমরা সব বিষয়ে কথা বলি, সম্পর্কটা দারুণ। মিডিয়ায় যা আসে, তার অনেক কিছুই সত্য নয়।”
গত মৌসুমে আনচেলত্তির অধীনে চ্যাম্পিয়নস লিগ, লা লিগ ও স্প্যানিশ সুপার কাপ জিতেছিল রিয়াল। চলতি মৌসুমে লিগ শিরোপা জয়ে পিছিয়ে থাকলেও হাল না ছাড়ার কথা জানিয়েছেন রিয়াল কোচ।
“প্রায় নিখুঁত এক মৌসুম কাটানোর পর আমরা কিছু সমস্যার মুখে পড়েছি। তবে এখনো পাঁচ ম্যাচ বাকি, আর যেকোনো কিছু হতে পারে। আমরা হাল ছাড়ছি না। এই পাঁচ ম্যাচ জিততে হবে, সব কিছু দিতে হবে। জিতলে আমরা পুরো মৌসুমটাই পাল্টে দিতে পারি।”
মন্তব্য করুন: