ক্রুসের কাছে ইয়ামালের চেয়েও বার্সার জন্য গুরুত্বপূর্ণ পেদ্রি
৬ মে ২০২৫

বার্সেলোনার মাঝমাঠের সেনাপতি পেদ্রিকেই বর্তমান বিশ্বের সেরা মিডফিল্ডার হিসেবে আখ্যা দিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা টনি ক্রুস। জার্মানির সাবেক এই মিডফিল্ডারের মতে, বার্সেলোনা দলে লামিনে ইয়ামাল, রাফিনিয়া কিংবা রবের্ট লেভানডফস্কির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ পেদ্রি।
চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে ইয়ামাল, রাফিনিয়া ও লেভানডফস্কি এখন পর্যন্ত মোট ৮৬ গোল করেছেন। তাদের দুর্দান্ত ছন্দে ট্রেবল জয়ের পথেও আছে দলটি। তবে গত মৌসুম শেষে ফুটবলকে বিদায় জানানো ক্রুসের মতে, হানসি ফ্লিকের অধীনে বার্সেলোনার সাফল্যের পেছনে বড় অবদান আছে পেদ্রির।
নিজের পডকাস্টে ক্রুস বলেন, “আমার মতে, পেদ্রির মতো একজন খেলোয়াড় ইয়ামাল, রাফিনিয়া বা লেভানডফস্কির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তারা ম্যাচের ফল নির্ধারণ করতে পারে, কিন্তু সেটা তখনই সম্ভব যখন পেদ্রি মাঠে থাকেন। বর্তমানে তার পজিশনে সে-ই সেরা খেলোয়াড়।”
চোট সমস্যা কাটিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত বার্সেলোনার ৫৬টি ম্যাচে মাঠে নেমেছেন পেদ্রি। ছয়টি গোলের পাশাপাশি সাতটি গোলে সহায়তাও করেছেন তিনি।
২২ বছর বয়সী স্প্যানিশ এই মিডফিল্ডারের প্রশংসায় ক্রুস বলেন, “সে এমন একজন খেলোয়াড়, যার অনুপস্থিতি আপনি অনুভব করবেন, প্রতিপক্ষ যেই হোক না কেনো। সে শুধু গোল করে না বা অ্যাসিস্ট করে না, সে মাঠে সমস্যার সমাধান নিয়ে আসে।”
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালের ফিরতি লেগে ইন্টার মিলানকে হারালে এক দশক পর ইউরোপ ক্লাব সেরার আসরের ফাইনালে উঠবে কাতালান ক্লাবটি।
আগামী রোববার লা লিগায় রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ফ্লিকের দল। চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে বর্তমানে তালিকার শীর্ষে আছে তারা। দু’দলের এই ম্যাচ দিয়েই এবারের মৌসুমের লিগ শিরোপার ফল নির্ধারণ হয়ে যেতে পারে।
রিয়ালের হয়ে খেলার সময় পেদ্রির বিপক্ষে মাঠে নিজের অভিজ্ঞতার কথা স্মরণ করে ক্রুস বলেন, “আমি নিজের চোখে দেখেছি। বিশেষ করে একবার সে আমাদের (রিয়াল) ঘরের মাঠেই গুঁড়িয়ে দিয়েছিল। এক-দু’বার মনে হয়েছিল, তার কাছাকাছি যেতে পারব, কারণ দেখলে মনে হয় খুব দ্রুতগতির নয়। কিন্তু সে এত নিখুঁতভাবে ড্রিবল করে যে, আমি ফাউল করেও থামাতে পারিনি। সে মেসির মতো নয় যে তার গতির ঝলক দেখেই বোঝা যায়। পেদ্রিকে দেখে মনে হয় না, সে দ্রুত, কিন্তু বাস্তবে সে সত্যিই দ্রুত।”
মন্তব্য করুন: