৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বার্সাকে হারিয়ে ফাইনালে ইন্টার

৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বার্সাকে হারিয়ে ফাইনালে ইন্টার

ফিরতি লেগেও দুই গোলে এগিয়ে গিয়েছিল ইন্টার মিলান। বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তিন গোল করে জয়ের দ্বারপ্রান্তে ছিল বার্সেলোনা। কিন্তু যোগ করা সময়ে বল জালে জড়িয়ে খেলা অতিরিক্ত সময়ে নিয়ে গেল ইন্টার। সেখানে আরেকটি গোল করে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে ইতালিয়ান দলটি।

মঙ্গলবার মিলানের সান সিরোয় সেমি-ফাইনালের দ্বিতীয় লেগের রোমাঞ্চকর লড়াইটি ৪-৩ গোলে জেতে ইন্টার। দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলের অগ্রগামিতায় শিরোপা লড়াইয়ের মঞ্চে ওঠে তারা।

গত সপ্তাহে ঘরের মাঠে প্রথম লেগে দু’দফায় পিছিয়ে পড়া বার্সেলোনা ৩-৩ সমতায় ম্যাচ শেষ করেছিল।

এদিন বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল বার্সেলোনা। ৭২ শতাংশ সময় বল দখলে রাখা হানসি ফ্লিকের দল গোলের জন্য নেওয়া ২২ শটের মধ্যে ১০টি লক্ষ্যে রাখতে। অন্যদিকে ইন্টারের ১৩টি শটের মধ্যে লক্ষ্যে ছিল ৭টি।

বার্সেলোনার মুহুর্মুহু আক্রমণ ঠেকিয়ে ইন্টারের জয়ের নায়ক গোলরক্ষক ইয়ান সোমের। দুই লেগ মিলিয়ে মোট ১৪টি সেভ করেন এই সুইস গোলকিপার।

ধীরগতিতে শুরু হওয়া ম্যাচের ২১তম মিনিটে ইন্টারকে এগিয়ে দেন লাউতারো মার্তিনেস। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে স্বাগতিকদের ব্যবধান দ্বিগুণ করেন হাকান কালহানোগলু।

বিরতির পর আক্রমণে আরও ধার বাড়ায় বার্সেলোনা। ৫৪তম মিনিটে দারুণ এক ভলিতে ব্যবধান কমান এরিক গার্সিয়া। এর মিনিট ছয়েকের মাথায় হেডে দলকে সমতায় ফেরান দানি ওলমো। ৭৭তম মিনিটে লামিনে ইয়ামালের বক্সের বাইরে থেকে নেওয়া বাঁকানো শট ঝাপিয়ে এক হাত দিয়ে ঠেকিয়ে দেন সোমের।

৮৭তম মিনিটে রাফিনিয়ার গোলে ম্যাচে প্রথমবার এগিয়ে যায় বার্সেলোনা। এরপর পাঁচ মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ইন্টারকে সমতায় ফেরান ফ্রান্সেসকো আচের্বি।

অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচের ৯৯তম মিনিটে বল জালে জড়িয়ে স্বাগতিকদের উল্লাসে মাতান দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা দাভিদে ফ্রাত্তেসি। ম্যাচে ফিরতে মরিয়া বার্সেলোনা এরপর বেশ কয়েকটি আক্রমণ চালায়। কিন্তু সফল হয়নি। ১১৪তম মিনিটে ইয়ামালকে আরেকবার ঝাপিয়ে রুখে দেন সোমের। দুই মিনিট পর ১৭ বছর বয়সী বিস্ময়বালকের আরেকটি প্রচেষ্টা থামান তিনি।

এই জয়ে ২০২৩ সালের পর আবারও ইউরোপ ক্লাব সেরার আসরের ফাইনালে উঠল ইন্টার। আগামী ৩১ মে মিউনিখে শিরোপা লড়াইয়ে পিএসজি অথবা আর্সেনালের মুখোমুখি হবে তারা।

মন্তব্য করুন: