লিভারপুরকে লিগ জিতিয়ে বর্ষসেরা সালাহ

লিভারপুরকে লিগ জিতিয়ে বর্ষসেরা সালাহ

মোহাম্মদ সালাহর দুর্দান্ত নৈপুণ্যে চলতি মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে লিভারপুল। মৌসুম জুড়ে দুর্দান্ত পারফর্ম করে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডাব্লিউএ) বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন মিশরের এই তারকা ফরোয়ার্ড।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ গোল ও ২৩ অ্যাসিস্ট করেছেন সালাহ। প্রিমিয়ার লিগে ২৮ গোল করে লিভারপুলকে ২০তম লিগ শিরোপা জেতাতে ভূমিকা রাখেন তিনি।

শুক্রবার এক বিবৃতিতে এফডাব্লিউএ জানায়, নয়শর বেশি সদস্যের মধ্যে ৯০ শতাংশ ভোট পেয়েছেন সালাহ, যা চলতি শতাব্দীতে সর্বোচ্চ ব্যবধানে কোনো ফুটবলারের জয়। এ তালিকায় ৩২ বছর বয়সী এই তারকা পেছনে ফেলেন সতীর্থ ভার্জিল ফন ডাইক, নিউক্যাসল ইউনাইটেডের আলেকজান্ডার ইসাক এবং আর্সেনালের ডেক্লান রাইসকে।

এই নিয়ে তৃতীয়বার এই খেতাব জিতলেন সালাহ। সব মিলিয়ে দ্বিতীয় ফুটবলার হিসেবে তিনবার এই পুরস্কার জিতলেন তিনি। এর আগে আর্সেনালের কিংবদন্তি স্ট্রাইকার থিয়েরি অঁরি তিনবার এই স্বীকৃতি পেয়েছিলেন।

এর আগে সালাহ ২০১৭-১৮ ও ২০২১-২২ মৌসুমে এই পুরস্কার জিতেছিলেন।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add