রক্ষণ নিয়ে সমালোচনা, তবে ক্লাসিকোর আগে সন্তুষ্ট বার্সা কোচ
১০ মে ২০২৫

চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালে হেরে চলতি মৌসুমে ট্রেবল জয়ের আশা শেষ হয়ে গেছে বার্সেলোনার। দুই লেগ মিলিয়ে ইন্টার মিলানের কাছে ৭ গোল হজম করেছে তারা। এমন অবস্থায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে লা লিগা শিরোপা লড়াইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের রক্ষণভাগের খেলার ধরন নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এসবে কান না দিয়ে কোচ হানসি ফ্লিক জানিয়েছেন, এই ধরনের সঙ্গে দল ভালোভাবে মানিয়ে নিয়েছে।
রোববার বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে ঘরের মাঠে রিয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা। বর্তমানে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে শীর্ষে আছে তারা। এই ম্যাচ জিতলে ২৮তম লিগ শিরোপা থেকে এক ম্যাচ জয়ের দূরে থাকবে হানসি ফ্লিকের দল।
গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে সেমি-ফাইনালের ফিরতি লেগে ইন্টারের মাঠে ৪-৩ গোলে হারে বার্সেলোনা। এর আগে ঘরের মাঠে প্রথম লেগ ৩-৩ গোলে ড্র করে তারা। দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলে ব্যবধানে পিছিয়ে থাকায় টুর্নামেন্ট থেকে বিদায় নেয় কাতালান ক্লাবটি।
সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের সবশেষ চার ম্যাচে ১০ গোল হজম করেছে বার্সেলোনা। ফলে রক্ষণের সময় হাই লাইন (রক্ষণভাগকে একটু সামনের দিকে এগিয়ে রাখা) কৌশল নিয়ে সমালোচনার মুখে আছেন ফ্লিক।
রিয়ালের বিপক্ষে মাঠের নামার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জার্মান এই কোচ বলেন, “যখন আমরা শুরু করি, আমি দর্শনের ব্যাপারে স্পষ্ট ছিলাম... বিশেষ করে শুরুতে এমন কিছু ম্যাচ ছিল যেখানে আমরা সংশয়ের আভাস পেয়েছি, কিন্তু দলটি ভালোভাবে খাপ খাইয়ে নিয়েছে।"
“তারা উন্নতি করে যাচ্ছে এবং আমাদের খেলার ধরন ও যেভাবে আমরা খেলতে চাই সেটা নিয়ে সন্তুষ্ট।”
রিয়ালের বিপক্ষে মাঠে নামার আগে দল চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার হতাশা কাটিয়ে উঠেছে জানিয়ে ফ্লিক বলেন, “আমরা ভালো করছি। মিলানে হারের পর সবাই জানে এটা সহজ নয়... কিন্তু আমরা সঠিকভাবে এগোচ্ছি। এই দুই সপ্তাহে আমরা কী করতে চাই তা নিয়ে আলোচনা করেছি।”
“এখনও চারটি ম্যাচ বাকি আছে। এল ক্লাসিকো গুরুত্বপূর্ণ, আমাদের দেখাতে হবে আমরা যে ভালো খেলতে পারি। আত্মবিশ্বাস নিয়ে খেলতে হবে। খেলোয়াড়রা খুব ভালো করছে।… সবাই জানে ক্লাসিকোতে নিজেদের ১০০ শতাংশ দিতে হবে। এখানে আপনাকে সক্রিয়, তীব্র ও আধিপত্য বিস্তারকারী হতে হয়। রিয়াল মাদ্রিদ খুবই ভালো দল।”
রিয়ালের বিপক্ষেও শুরুর একাদশে মাঠে নামবেন না রবের্ট লেভানডফস্কি। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ইন্টারের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন এই পোলিশ স্ট্রাইকার। অন্যদিকে চোট কাটিয়ে দলে ফেরা ডিফেন্ডার আলেহান্দ্রো বালদেকেও শুরুর একাদশে নামিয়ে ঝুঁকি নিতে নারাজ ফ্লিক।
মন্তব্য করুন: