আলোনসোর জন্য সব দরজা খোলা: আনচেলত্তি

আলোনসোর জন্য সব দরজা খোলা: আনচেলত্তি

মৌসুম শেষে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়তে পারেন কার্লো আনচেলত্তি। ইতালিয়ান এই কোচের জায়গায় দলটির পরবর্তী কোচ হিসেবে সবচেয়ে এগিয়ে থাকা শাবি আলোনসো ইতোমধ্যেই তার বর্তমান ক্লাব বায়ার লেভারকুজেনের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছে। নিজের সম্ভাব্য উত্তরসূরির ভূয়সী প্রশংসা করে আনচেলত্তি জানিয়েছেন, আলোনসোর জন্য সব দরজা খোলা।

গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে মৌসুম শেষে লেভাকুরজেনের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন আলোনসো। স্প্যানিশ গণমাধ্যম মার্কার মতে, ইতোমধ্যেই ৪৩ বছর বয়সী সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডারকে দলের পরবর্তী কোচ হিসেবে চূড়ান্ত করে ফেলেছে রিয়াল।

অন্যদিকে স্প্যানিশ গণমাধ্যমগুলোর মতে, লা লিগায় চলতি মৌসুমের শেষ দিন রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়বেন আনচেলত্তি। তার অধীনে চলতি মৌসুমটা রিয়ালের জন্য ভালো না গেলেও এখনও লিগ শিরোপা লড়াইয়ে টিকে আছে তারা।

রোববার বার্সেলোনার বিপক্ষে ম্যাচটি জিততে পারলে শীর্ষে থাকা দলটির সঙ্গে ব্যবধান পয়েন্টে নিয়ে আসবে বর্তমান চ্যাম্পিয়নরা। এল ক্লাসিকোর আগে সংবাদ সম্মেলনে আলোনসো প্রসঙ্গে রিয়াল কোচ বলেন, “আমি শুনেছি আলোনসো লেভারকুজেন ছেড়ে দিচ্ছে। সেখানে সে দারুণ কাজ করেছে। তার জন্য সব দরজা খোলা কারণ সেখানে সে নিজেকে বিশ্বের অন্যতম সেরা কোচ হিসেবে প্রমাণ করেছে।

২০২২ সালের শেষ দিকে আলোনসো দায়িত্ব নেওয়ার সময় অবনমনের শঙ্কায় ছিল লেভারকুজেন। তবে এরপরই বদলে যায় দৃশ্যপট। তার অধীনে বায়ার্ন মিউনিখের টানা ১১ বছরের রাজত্বের অবসান ঘটিয়ে ২০২৩-২৪ মৌসুমে দলটি বুন্ডেসলিগার অপরাজিত চ্যাম্পিয়ন হয়, যা ক্লাবটির ইতিহাসের প্রথম লিগ শিরোপা। এছাড়াও দলটি জার্মান কাপের শিরোপাও জেতে। তবে চলতি মৌসুমে বায়ার্নের কাছে শিরোপা হাতছাড়া করেছে আলোনসোর দল।

অন্যদিকে রিয়ালের যে কোনো কোচ হিসেবে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড গড়া আনচেলত্তি চলতি মৌসুমে দলের বাজে পারফরম্যান্সের জন্য সমালোচনার মধ্যে রয়েছেন। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের কাছে বাজেভাবে হেরে আসর থেকে বিদায় নেওয়ার পর তা আরও বেড়েছে। তবে ক্লাবটির সঙ্গে তার সম্পর্ক সবসময় অটুট থাকবে বলে জানান আনচেলত্তি।

এই ক্লাবের সঙ্গে হানিমুন কখনও শেষ হবে না। এই হানিমুন সারাজীবন চলবে। রিয়াল মাদ্রিদ অনেকটা এসি মিলানের মতো, যা অন্যান্যদের চেয়ে আপনার হৃদয়ে বেশি সময় থেকে যাবে।

বার্সেলোনার বিপক্ষে ম্যাচ নিয়ে সতর্ক আনচেলত্তি। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে চলতি মৌসুমে আগের তিন দেখায় সবকটিতেই হেরেছে রিয়াল।

এই ধরনের ম্যাচে আপনাকে সবকিছু ভালো করতে হবে। আপনাকে ভালো করে ডিফেন্ড করতে হবে। তারা (বার্সেলোনা) এমন দল যারা প্রতিপক্ষকে নিজেদের অর্ধে ঠেলে দেয়। আমারা বল পেলে তাদের দুর্বলতাগুলো কাজে লাগাতে হবে, কারণ কোনো দলই নিখুঁত নয়।

মন্তব্য করুন: