রিয়ালের সঙ্গে কোনো সমস্যা নেই ব্রাজিলের দায়িত্ব নেওয়া আনচেলত্তির

রিয়ালের সঙ্গে কোনো সমস্যা নেই ব্রাজিলের দায়িত্ব নেওয়া আনচেলত্তির

আর মাত্র তিনটি ম্যাচ। এরপরই রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে চলে যাবেন কার্লো আনচেলত্তি। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বিষয়টি নিশ্চিত করলেও এখনও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তার বর্তমান ক্লাব। অনেকেই মনে করছেন, স্প্যানিশ ক্লাবটির সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে ইতালিয়ান এই কোচের। তবে বিষয়টি উড়িয়ে দিয়েছেন তিনি।

সোমবার সিবিএফের এক বিবৃতিতে আনচেলত্তিকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়। আগামী ২৫ মে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে দ্বিতীয় দফায় রিয়ালের সঙ্গে চার বছরের সম্পর্ক শেষ হবে ৬৫ বছর বয়সী এই কোচের। এরপর শুরু হবে ব্রাজিল দলের সঙ্গে তার অভিযান। এবারই প্রথম কোনো জাতীয় দলের দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি।

তবে ক্লাবের ইতিহাসের সবচেয়ে বেশি শিরোপা জয়ী কোচের বিদায় নিয়ে এখনও মুখ খোলেনি রিয়াল। দুদফায় ইউরোপের অন্যতম সফল এই ক্লাবটির দায়িত্বে মোট ১৫টি শিরোপা জিতেছেন আনচেলত্তি, যার মধ্যে আছে তিনটি চ্যাম্পিয়নস লিগ ও দুটি লা লিগার শিরোপা।

তবে এবারের মৌসুমে রিয়ালকে কোনো শিরোপা জেতাতে না পারায় খালি হাতেই বিদায় নিতে হচ্ছে তাকে। কাগজে-কলমে লিগ শিরোপা জয়ের দৌড়ে টিকে থাকলেও তা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ইতোমধ্যেই তাদের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে গেছে।

বুধবার ঘরের মাঠে মায়োর্কার বিপক্ষে লিগ ম্যাচে খেলবে রিয়াল। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনের অনেকটা জুড়েই ছিল আনচেলত্তির ব্রাজিলে যাওয়ার বিষয়টি। রিয়াল এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার প্রসঙ্গে তিনি জানান, সব পক্ষের সম্মতিতেই সিদ্ধান্ত হয়েছে।

রিয়াল যখন মনে করবে, তখনই তারা বিবৃতি দেবে। কিন্তু আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। রিয়ালের সঙ্গে আমার কখনও কোনো ঝামেলা ছিল না এবং থাকবেও না। এই ক্লাবটা আমার হৃদয়ের গভীরে আছে। তবে জীবনে সবকিছুর একটা শেষ আছে।

অবিস্মরণীয় কয়েক বছর কাটালাম এখানে, যা আমি হৃদয়ের খুব কাছে ধারণ করে রাখব। ফুটবল, জীবনের মতোই। নতুন সব অভিযান শুরু হয়, আবার শেষও হয়। আমি জানতাম, রিয়ালের সময়টা একদিন শেষ হবেই।

এটা অসাধারণ একটা সময় ছিল যা শেষ হতে চলেছে। আমি উপভোগ করেছি এবং ভালোভাবে শেষ করতে চাই। এরপর ২৬ মে আমি নতুন চ্যালেঞ্জ নিয়ে কথা বলব।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add