রিয়ালের সঙ্গে ‘আজীবনের’ বন্ধন আনচেলত্তির
২৩ মে ২০২৫

কার্লো আনচেলত্তির ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার বিষয়টি আগেই নিশ্চিত হয়েছিল। এবার রিয়াল মাদ্রিদের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, লা লিগার মৌসুম শেষে ইতালিয়ান এই কোচের বিদায়ের কথা। দায়িত্ব ছাড়লেও স্প্যানিশ ক্লাবটির সঙ্গে বন্ধন আজীবন থাকবে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার এক বিবৃতিতে আনচেলত্তির ক্লাব ছাড়ার বিষয়টি জানায় রিয়াল। এর আগে চলতি মাসের শুরুতে তাকে ব্রাজিল দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছিল দেশটির ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
দু’দফায় মোট ছয় মৌসুম রিয়ালের কোচের দায়িত্ব পালন করেন আনচেলত্তি। শনিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে মাদ্রিদের ক্লাবটিতে তার অধ্যায়।
বিদায়ের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় আনচেলত্তি লেখেন, “আজ আমরা আবারও আলাদা হচ্ছি। আজ আরও একবার দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে অসাধারণ সব মুহূর্তে আমার হৃদয়ে লালন করব।… এই ব্যাজকে প্রতিনিধিত্ব করা নিয়ে আমি গর্বিত।”
“প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস, ক্লাব, আমার খেলোয়াড়, আমার স্টাফ এবং সর্বোপরি এই অসাধারণ ভক্তদের আমি কৃতজ্ঞতা জানাই।… সান্তিয়াগো বের্নাবেউয়ে সেই জাদুকরী রাতগুলো ইতোমধ্যেই ফুটবল ইতিহাসে অমর। এখন নতুন এক যাত্রা শুরু হচ্ছে। তবে রিয়াল মাদ্রিদের সঙ্গে আমার বন্ধন আজীবনের।”
রিয়ালের তরফ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, “রিয়াল মাদ্রিদ এবং কার্লো আনচেলত্তি পারস্পরিক সমঝোতায় তাদের সম্পর্কের ইতি টানছে। রিয়াল মাদ্রিদ ও বিশ্ব ফুটবলের অন্যতম এই কিংবদন্তির প্রতি আমরা কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।”
দুই মেয়াদের দায়িত্বে রিয়ালের কোচ হিসেবে রেকর্ড ১৫টি শিরোপা জিতেছেন আনচেলত্তি, যার মধ্যে আছে তিনটি করে চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ। লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতেছেন দুটি করে।
তবে চলতি মৌসুমে রিয়ালকে তেমন কোনো সফলতা এনে দিতে পারেননি আনচেলত্তি। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে মৌসুমের চারটি এল ক্লাসিকোতে হেরেছে তার দল। লা লিগা শেষ করবে পয়েন্ট তালিকার দুইয়ে থেকে।
আনচেলত্তির উত্তরসূরি হিসেবে শাবি আলোনসোকে নিয়োগ দেওয়ার বিষয়ে জোর গুঞ্জন রয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি রিয়াল কর্তৃপক্ষ।
মন্তব্য করুন: