আলোনসোই হচ্ছেন রিয়ালের পরবর্তী কোচ: আনচেলত্তি
২৩ মে ২০২৫

লা লিগার চলতি মৌসুম দিয়ে রিয়াল মাদ্রিদে শেষ হচ্ছে কার্লো আনচেলত্তির অধ্যায়। ইতালিয়ান এই কোচের উত্তরসূরি হিসেবে শাবি আলোনসোর দায়িত্ব পাওয়ার বিষয়ে স্প্যানিশ গণমাধ্যমে ইতোমধ্যে প্রতিবেদনও বের হয়েছে। তবে ক্লাবের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও বিষয়টি এক প্রকার নিশ্চিতই করেছেন আনচেলত্তি।
শনিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষবারের মতো রিয়ালের ডাগআউটে দাঁড়াবেন আনচেলত্তি। স্প্যানিশ ক্লাবটির দায়িত্ব ছেড়ে ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব নেবেন ৬৫ বছর বয়সী এই কোচ।
নিজের শেষ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রিয়ালের ভবিষ্যৎ কোচ নিয়ে প্রশ্নে আনচেলত্তি বলেন, “প্রত্যেকেরই নিজস্ব পদ্ধতি থাকে। আমি শুধু চাই সে রিয়াল মাদ্রিদকে উপভোগ করুক। শাবি আলোনসো এই দায়িত্বে প্রথমে আসবে এবং আমি তাকে অনেক শুভকামনা জানাই। ওর মাদ্রিদের কোচ হওয়ার সামর্থ্য আছে। তাকে উপভোগ করতে দিন।”
ইতোমধ্যে বায়ার্ন লেভারকুজেনের দায়িত্ব ছেড়ে দিয়েছেন আলোনসো। ২০২২ সালের শেষ দিকে জার্মান বুন্ডেসলিগায় অবনমনের শঙ্কায় থাকা দলটির দায়িত্ব নিয়ে পরের মৌসুমে তাদেরকে ইতিহাসে প্রথমবারের মতো লিগ শিরোপা জেতান তিনি। এবারের মৌসুমে তার অধীনে দ্বিতীয় অবস্থানে থেকে লিগ শেষ করেছে লেভারকুজেন।
মন্তব্য করুন: