প্রিমিয়ার লিগের মৌসুম সেরা সালাহ
২৪ মে ২০২৫

লিভারপুলের রেকর্ড ২০তম লিগ শিরোপা জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে প্রিমিয়ার লিগের মৌসুম সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ।
শনিবার ২০২৪-২৫ মৌসুমের সেরা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করে লিগ কর্তৃপক্ষ। সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন সালাহর সতীর্থ মিডফিল্ডার রায়ান গ্রাফেনবার্খ।
এবারের মৌসুমে দলের হয়ে এখন পর্যন্ত ২৮টি গোল করার পাশাপাশি ১৮টি গোলে অবদান রাখেন সালাহ। ৩২ বছর বয়সী এই তারকার দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে প্রিমিয়ার লিগ যুগের দ্বিতীয় শিরোপা ঘরে তোলে লিভারপুল। একই সঙ্গে ইংল্যান্ডের শীর্ষ লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের সমান রেকর্ড ২০তম শিরোপা জেতে তারা।
থিয়েরি অঁরি, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেমানিয়া ভিদিচ এবং কেভিন ডি ব্রুইনার পর পঞ্চম ফুটবলার হিসেবে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন সালাহ। এর আগে তিনি জিতেছিলেন ২০১৭-১৮ মৌসুমে।
ইতোমধ্যে ৩৮ রাউন্ডের লিগে সবচেয়ে বেশি ৪৬ গোলে অবদান রাখার রেকর্ড গড়েছেন সালাহ। চলতি মৌসুমে তার সামনে রয়েছে আরেকটি ইতিহাস গড়ার সুযোগ। রোববার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে আরেকটি গোলে অবদান রাখতে পারলে সব প্রিমিয়ার লিগ মিলিয়ে এক মৌসুমে সবচেয়ে গোলে অবদান রাখার রেকর্ড স্পর্শ করবেন তিনি।
এখন পর্যন্ত প্রিমিয়ার লিগের এক আসরে সবচেয়ে বেশি ৪৭ গোলে অবদান রেখেছেন অ্যালান শিয়ারার ও অ্যান্ড্রু কোল। এই দুই ইংলিশ কিংবদন্তি সেটি করেছিলেন ৪২ রাউন্ডের লিগে।
এই মুহূর্তে পাঁচ গোল এগিয়ে থেকে গোল্ডেন বুটের দৌড়েও সবার আগে আছেন সালাহ। অ্যাসিস্টেও যে কারও চেয়ে ছয়টি বেশি। ফলে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে গোল্ডেন বুট, গোল্ডেন প্লেমেকার ও মৌসুম সেরা খেলোয়াড় — একসঙ্গে জেতার সম্ভাবনা তৈরি হয়েছে এই মিশরীয় তারকার সামনে।
চলতি মাসের শুরুতে তৃতীয়বারের মতো ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন সালাহ।
মন্তব্য করুন: