ব্রাজিল ‘বিশ্বের সেরা দল’ – নতুন কোচ আনচেলত্তি
২৭ মে ২০২৫

ব্রাজিলকে বিশ্বের সেরা দল হিসেবে দাবি করেছেন নতুন কোচ কার্লো আনচেলত্তি। জানিয়েছেন, তার লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ জয়।
৬৫ বছর বয়সী আনচেলত্তিকে সোমবার ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।
এই ইতালিয়ান কোচ সেলেসাওতে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে চার বছর দায়িত্ব পালনের পর। দুই মেয়াদে তিনি সেখানে তিনবার চ্যাম্পিয়ন্স লিগ এবং দুইবার লা লিগা শিরোপা জিতেছেন।
আনচেলত্তি এসি মিলানকে দুইবার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন করেছেন, চেলসিকে প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জিতিয়েছেন এবং পিএসজি ও বায়ার্ন মিউনিখের সঙ্গে যথাক্রমে ফরাসি ও জার্মান লিগ শিরোপা জিতেছেন।
আনচেলত্তি বলেন, “আমার সামনে একটি বড় কাজ অপেক্ষা করছে। আমি আনন্দিত, এই চ্যালেঞ্জটি দারুণ। আমি সবসময় এই দলের সঙ্গে একটি বিশেষ সম্পর্ক অনুভব করেছি। আমরা ব্রাজিলকে আবার চ্যাম্পিয়ন বানানোর জন্য কাজ করব।”
“বিশ্বের সেরা দলকে নেতৃত্ব দিতে পারা আমার জন্য সম্মান এবং গর্বের বিষয়।”
ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ জিতেছে, যার সর্বশেষটি ২০০২ সালে। আনচেলত্তির অধীনে তাদের প্রথম দুটি ম্যাচ হবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের।
ব্রাজিল আগামী ৫ জুন একুয়েডরের মাঠে খেলবে, এরপর ১০ জুন সাও পাওলোতে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে।
ব্রাজিল দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে বর্তমানে চতুর্থ অবস্থানে রয়েছে। এখান থেকে শীর্ষ ছয়টি দল যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় সরাসরি খেলার সুযোগ পাবে।
ব্রাজিল দলের দুর্দশা শুরু হয় দুই বছরেরও বেশি আগে, যখন তারা ২০২২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টিতে হেরে যায়। এরপর তারা গত ১৪ ম্যাচের মধ্যে ৫টিতে হেরেছে এবং ১৬টি গোল হজম করেছে।
মন্তব্য করুন: