বার্সার সঙ্গে ৬ বছরের নতুন চুক্তি ইয়ামালের
২৮ মে ২০২৫
বার্সেলোনাকে ঘরোয়া ট্রেবল জেতানো দুর্দান্ত এক মৌসুম শেষে ক্লাবের সঙ্গে ৬ বছরের নতুন চুক্তি করেছেন বিস্ময়বালক লামিনে ইয়ামাল।
স্পেনের এই ১৭ বছর বয়সী উইঙ্গারের আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৫-২৬ মৌসুম পর্যন্ত। নতুন চুক্তি অনুযায়ী তিনি এখন ২০৩১ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকছেন।
২০২৩ সালে মাত্র ১৫ বছর বয়সে বার্সার জার্সিতে অভিষিক্ত ইয়ামাল এ মৌসুমে দলে হয়ে ৫৫টি ম্যাচে ১৮টি গোল এবং ২৫টি অ্যাসিস্ট করেছেন। তার দুর্দান্ত পারফরম্যান্স হানসি ফ্লিককে প্রথম মৌসুমেই বার্সেলোনাকে লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ জেতাতে সহায়তা করেছে।
বার্সা এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা এবং স্পোর্টিং ডিরেক্টর দেকোর উপস্থিতিতে ইয়ামাল নতুন চুক্তিতে সই করেন।
“ইয়ামালের চুক্তির নবায়ন বার্সার প্রকল্পের দৃঢ়তার প্রমাণ। বিশ্ব ফুটবলে তার এমন আবির্ভাব ইতিহাসে কমই আছে।”
“বার্সেলোনার পাশের শহর মাতারোর এই ছেলে বিশ্ব ফুটবলের মঞ্চে ইতোমধ্যেই এমন সব পারফরম্যান্স উপহার দিয়েছে, যা বার্সেলোনার ইতিহাসের অংশ হয়ে গেছে।”
ক্লাবের হয়ে ১১৫ ম্যাচে ২৫টি গোল করা ইয়ামাল লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপে সবচেয়ে কম বয়সে গোল করা খেলোয়াড়।
আগামী জুলাইয়ে ১৮ বছরে পা রাখতে যাওয়া ইয়ামাল বার্সার ইতিহাসে সবচেয়ে কম বয়সে ১০০ ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেছেন।
স্পেন জাতীয় দলের হয়ে ইয়ামাল এখন পর্যন্ত ১৯টি ম্যাচ খেলেছেন এবং ২০২৪ ইউরো জয়ী দলের অংশ ছিলেন।
লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা ইয়ামালকে ইতোমধ্যেই ক্লাব কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে তুলনা করা হচ্ছে।
বার্সেলোনা সম্প্রতি কোচ ফ্লিক এবং ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়ার সঙ্গেও চুক্তি নবায়ন করেছে।















মন্তব্য করুন: