ক্লাব বিশ্বকাপে খেলার পরিকল্পনা নেই রোনালদোর
৭ জুন ২০২৫

নতুন ফরম্যাটে শুরু হতে যাওয়া আসন্ন ক্লাব বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে পেতে বেশ কিছু দল তার সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু পর্তুগিজ মহাতারকা জানিয়েছেন, আগামী ১৪ জুন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া আসরে তার অংশগ্রহণ করার কোনো পরিকল্পনা নেই।
৩২ দল নিয়ে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি রোনালদোর দল আল-নাসের। তবে গত মাসে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একটি সাক্ষাৎকারে জানান, টুর্নামেন্টে রোনালদোর অংশগ্রহণ করার বিষয়ে বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে আলোচনা চলছে।
অন্যদিকে জুনের শেষে রোনালদোর সঙ্গে আল-নাসেরের চুক্তির মেয়াদ শেষ হবে। দলের হয়ে মৌসুমের শেষ ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদি প্রো লিগের দলটির হয়ে অধ্যায় শেষ হওয়ার ইঙ্গিতও দেন তিনি। ফলে সব মিলিয়ে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফরোয়ার্ডের ভবিষ্যৎ নিয়ে বেশ জল্পনা রয়েছে।
বর্তমানে উয়েফা নেশন্স লিগের জন্য জাতীয় দলের সঙ্গে আছেন রোনালদো। তার গোলে জার্মানিকে হারিয়ে ফাইনালে ওঠে পর্তুগাল। রোববার শিরোপা লড়াইয়ে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন স্পেন।
শনিবার সংবাদ সম্মেলনে ক্লাব বিশ্বকাপে অন্য কোনো ক্লাবের হয়ে খেলার প্রসঙ্গে জানতে চাইলে রোনালদো বলেন, “এটা অপ্রাসঙ্গিক। এখন জাতীয় দল ছাড়া অন্য কিছু নিয়ে কথা বলাটা অর্থহীন।”
“অনেক ক্লাবের সঙ্গে যোগাযোগ হয়েছে। কিছু প্রস্তাব যৌক্তিক, কিছু একেবারেই নয়। সব ক্লাবে তো যাওয়া যায় না। আপনাকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গিতে ভাবতে হয়। আমার পক্ষ থেকে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত, সেটা হলো আমি ক্লাব বিশ্বকাপে খেলছি না। তবে অনেক দাওয়াত পেয়েছি।”
স্পেনের সঙ্গে নেশন্স লিগের ফাইনালকে অনেকে রোনালদো বনাম বার্সেলোনার ১৭ বছর বয়সী বিস্ময়বালক লামিনে ইয়ামালের লড়াই হিসেবে দেখছেন। তবে পর্তুগিজ অধিনায়ক জানান, তিনি এটাকে এভাবে দেখেন না।
“আমার পুরো ক্যারিয়ারে এটা হয়ে আসছে, যখনই বড় কোনো ম্যাচ খেলেছি তখনই এমনটা হয়েছে যে, এটা ক্রিশ্চিয়ানো বনাম অমুক। ২০ বছরেরও বেশি সময় ধরে এসব চলছে। এখন আর এসব নিয়ে আমার ঘুম নষ্ট হয় না। এটা স্বাভাবিক একটা ব্যাপার।”
“তারা (ইয়ামালরা) সম্পূর্ণ একটি নতুন প্রজন্ম, যারা কেবল শুরু করছে। আমি একটি প্রজন্মের শেষপ্রান্তে। এটা কখনোই এমনটা নয়। এটা একটা দল বিপক্ষে আরেকটা দল। আমি চাই পর্তুগাল যেন আত্মবিশ্বাসের সঙ্গে ভালো খেলে। আমরা যেন ভালো খেলতে পারি এবং বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে জিততে পারি।”
মন্তব্য করুন: