ক্লাব বিশ্বকাপে রিয়ালের প্রথম ম্যাচে এমবাপ্পের খেলা নিয়ে শঙ্কা
১৮ জুন ২০২৫

ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচে কিলিয়ান এমবাপ্পে মাঠে নামবেন কি না, তা নিয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। অসুস্থতাজনিত কারণে ম্যাচের আগের দিন অনুশীলন করেননি এই ফরাসি তারকা।
বুধবার সৌদি আরবের ক্লাব আল-হিলালের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু করবে রিয়াল। তবে এই ম্যাচে এমবাপ্পের খেলার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ক্লাব কর্তৃপক্ষ।
ক্লাবের সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানায়, প্রচন্ড জ্বর নিয়ে জেগে ওঠেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। ফলে মায়ামিতে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে তার খেলার সম্ভাবনা বেশ কম।
এমন পরিস্থিতিতে নতুন দায়িত্ব পাওয়া রিয়াল কোচ শাবি আলোনসো ম্যাচের দলগঠনে সমস্যায় পড়তে পারেন। রিয়ালের ক্লাব বিশ্বকাপের দলে একমাত্র স্বীকৃত সেন্টার ফরোয়ার্ড হলেন এমবাপ্পে।
গত গ্রীষ্মে পিএসজি থেকে রিয়ালে যোগ দেওয়ার পর লা লিগায় ৩১ গোলে করে দুর্দান্ত ছন্দে আছেন তিনি। স্প্যানিশ ক্লাবটিতে নিজের প্রথম মৌসুমেই লা লিগার সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি ইউরোপিয়ান গোল্ডেন বুটও জিতেছেন এমবাপ্পে।
গত এক দশকে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইউরোপিয়ান ফুটবলে আধিপত্য বিস্তার করা রিয়াল এবারের ক্লাব বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবে মাঠে নামতে যাচ্ছে। অন্যদিকে ২০২১ সালের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জয় করে এই টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে আল-হিলাল।
মন্তব্য করুন: