মায়ামির গরমে রিয়ালকে রুখে দিল আল-হিলাল, সিটির সহজ জয়

মায়ামির গরমে রিয়ালকে রুখে দিল আল-হিলাল, সিটির সহজ জয়

ক্লাব বিশ্বকাপে মায়ামির প্রচণ্ড গরমে হিমশিম খাওয়া রিয়াল মাদ্রিদকে - গোলে রুখে দিয়েছে সৌদি আরবের আল-হিলাল। ১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের হয়ে নতুন কোচ শাবি আলোনসোর অভিষেকে কিছু ইতিবাচক ইঙ্গিত মিললেও ম্যাচ শেষ হয়েছে হতাশায়।

জ্বরের কারণে কিলিয়ান এমবাপ্পে না খেলায় রিয়ালের আক্রমণের নেতৃত্ব দেন ২১ বছর বয়সী গনসালো গার্সিয়া। ম্যাচের শুরুতে দারুণ এক ফিনিশিংয়ে গোল করে দলকে এগিয়ে নেন তিনি। তবে বিরতির আগে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান রুবেন নেভেস। ম্যাচজুড়ে রক্ষণে দৃঢ় থেকে আক্রমণভাগে সাহসী খেলা উপহার দেয় সিমোনে ইনজাগির দল।

বাংলাদেশ সময় বুধবার রাতে দর্শকে প্রায় পরিপূর্ণ মায়ামির হার্ড রক স্টেডিয়ামেএইচগ্রুপের ম্যাচের একদম শেষ মুহূর্তে ফেদেরিকো ভালভের্দের পেনাল্টি মিসে দিনটা পুরোপুরি হতাশায় রূপ নেয় রিয়ালের জন্য।

এমবাপ্পের জায়গায় খেলা গার্সিয়া নিজের দায়িত্বটুকু ভালোভাবেই পালন করেন। তবে লিভারপুল থেকে দলে নেওয়া নতুন রাইটব্যাক ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি।

একটি চমৎকার দলীয় খেলায় আল-হিলালের রক্ষণভাগ ছিন্নভিন্ন করে এগিয়ে যায় রিয়াল। ৩৪তম মিনিটে রদ্রিগোর পাস থেকে গার্সিয়া দারুণভাবে বল গোলরক্ষক ইয়াসিন বুনুর ওপর দিয়ে জালে পাঠান।

তবে আল-হিলাল হার মানেনি। বিরতির ঠিক চার মিনিট আগে মার্কোস লিওনার্দোকে বক্সে ফাউল করা হলে পেনাল্টি পায় তারা। স্পট কিক থেকে নির্ভারভাবে গোল করেন নেভেস।

দুই অর্ধেই বিরূপ আবহাওয়ার মধ্যে ঠান্ডা হওয়ার জন্য বাড়তি বিরতি থাকলেও গরম আর্দ্রতায় ক্লান্ত শরীর আর মনোযোগহীনতায় রিয়ালের খেলোয়াড়রা যেন ম্যাচের শেষ ভাগে একেবারেই বিধ্বস্ত হয়ে পড়ে।

ম্যাচের একেবারে শেষ মিনিটে আল-হিলালের এক খেলোয়াড়ের হাতে বল লাগায় ভিএআর দেখে রিয়ালকে পেনাল্টি দেন রেফারি। তবে ভালভের্দের দুর্বল শট ঠেকিয়ে দেন গোলরক্ষক।

একই গ্রুপের অন্য ম্যাচে মেক্সিকোর ক্লাব পাচুকাকে ২-১ গোলে হারায় জার্মানির সালজবুর্গ।

এর আগে ফিলাডেলফিয়ায়জিগ্রুপের ম্যাচে ম্যানচেস্টার সিটি মরক্কোর উইদাদ কাসাব্লাঙ্কাকে - গোলে হারিয়ে নিজেদের স্কোয়াডের গভীরতা দেখিয়েছে। ইংলিশ ক্লাবটির কোচ পেপ গুয়ার্দিওলা মূল একাদশের কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দেন।

প্রথমার্ধে ফিল ফোডেন জেরেমি ডোকুর সিটির হয়ে গোল দুটি করেন। শেষ মুহূর্তে রিকো লুইসের লাল কার্ডে দশজনের দলে পরিণত হলেও জয় নিয়ে মাঠ ছাড়ে গুয়ার্দিওলার শিষ্যরা।

গ্রুপের অন্য ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের আল আইনকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ইউভেন্তুস।

মন্তব্য করুন: