ক্লাব বিশ্বকাপ জিতলেও মৌসুমের ব্যর্থতা ‘মুছবে না’ ম্যান সিটির

ক্লাব বিশ্বকাপ জিতলেও মৌসুমের ব্যর্থতা ‘মুছবে না’ ম্যান সিটির

২০২৪-২৫ মৌসুমে হতাশাজনক পারফরম্যান্সের পর ক্লাব বিশ্বকাপে শুরুটা ভালো করেছে ম্যানচেস্টার সিটি। তবে নতুন ফরম্যাটে শুরু হওয়া ক্লাব ফুটবলের বিশ্বসেরা হওয়ার এই আসরে চ্যাম্পিয়ন হলেও তা মৌসুমের ব্যর্থতা পুষিয়ে দিতে পারবে না বলে মনে করছেন কোচ পেপ গুয়ার্দিওলা।

বাংলাদেশ সময় সোমবার সকালে ‘জি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের দল আল-আইনের মুখোমুখি হবে সিটি।  

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা পঞ্চম শিরোপা জয়ের লক্ষ্যে মৌসুম শুরু করা সিটি মাঝপথে বাজেভাবে খেই হারিয়ে ফেলে। তবে শেষ দিকে জয়ের ধারায় ফেরায় তৃতীয় হয়ে মৌসুম শেষ করে তারা। কিন্তু এফএ কাপের ফাইনালে তারা হারে ক্রিস্টাল প্যালেসের কাছে। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে উঠতে পারেনি দলটি। নকআউট পর্বের প্লে-অফে রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নিতে হয় তাদের।

শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গুয়ার্দিওলা বলেন, “আমি এটা অনেকবার বলেছি, মৌসুমটা ভালো ছিল না। এই টুর্নামেন্ট জিতলেও সেটা বদলাবে না। তবে আমার মানসিকতা এখন জয়ের দিকে নয়। আমি চাই এখানে আমাদের সময়টা একটু বাড়াতে, কিছুটা বেশি সময় থাকতে।

কোচ হিসেবে চারবার ক্লাব বিশ্বকাপ জেতা গুয়ার্দিওলার অধীনে প্রথমবারের মতো ২০২৩ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল সিটি। এবার নতুন ফরম্যাটে ৩২ দল নিয়ে শুরু হওয়া টুর্নামেন্টটি এখন থেকে চার বছর পর পর মাঠে গড়াবে।

প্রথম ম্যাচে মরক্কোর উইদাদ কাসাব্লাঙ্কাকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে ইংলিশ ক্লাবটি। পরের ম্যাচে জয় পেলে শেষ ষোলোর পথে অনেকটাই এগিয়ে যাবে গুয়ার্দিওলার দল।

এখন আমরা এখানে, তাই আমার সেরাটা দিতে চাই। আমি এই মুহূর্তটা উপভোগ করতে চাই, কারণ চার বছর পরপর একবারই এখানে আসা যায় আমি চাই, আমরা যেন টুর্নামেন্টের শেষভাগ পর্যন্ত পৌঁছাতে পারি।

মন্তব্য করুন: