গ্রুপপর্ব থেকে বিদায় নিয়ে রেফারিদের দুষছেন আতলেতিকো কোচ

গ্রুপপর্ব থেকে বিদায় নিয়ে রেফারিদের দুষছেন আতলেতিকো কোচ

ক্লাব বিশ্বকাপে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে জয় পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে আতলেতিকো মাদ্রিদকে। নকআউট পর্বের আগেই দল ক্লাব বিশ্বসেরার আসর থেকে ছিটকে যাওয়ার কারণ হিসেবে রেফারিদের দায় দেখছেন কোচ দিয়েগো সিমিওনে।

সোমবার ক্যালিফোর্নিয়ায় বোতাফোগোকে ১-০ গোলে হারায় আতলেতিকো।

রোজ বোলে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাবটির বিপক্ষে চড়াও হয়ে খেলতে থাকে তারা। ৬২ শতাংশ সময় বল দখলে রেখে তারা গোলের জন্য শট নেয় ২৪টি, যার মধ্যে লক্ষ্যে রাখতে পারে ৫টি। তবে গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় শেষ সময় পর্যন্ত। ৮৭তম মিনিটে দলকে এগিয়ে দেন আঁতোয়া গ্রিজমান।

বি গ্রুপ থেকে পিএসজি, বোতাফোগো ও স্প্যানিশ আতেলেতিকোর পয়েন্ট সমান ৬। তবে দ্বিতীয় স্থানের থাকা বোতাফোগোর সঙ্গে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বাদ পড়েছে সিমিওনের দল। আর এই পার্থক্য গড়ে দেয় প্রথম ম্যাচেই পিএসজির কাছে তাদের ৪-০ গোলের বড় পরাজয়।

ম্যাচ শেষে টুর্নামেন্টের সম্প্রচারক ডিএজেডএন-কে দেওয়া সাক্ষাৎকারে আসর থেকে বাদ পড়ার পেছনে পিএসজি ম্যাচের রেফারিংকে দায়ী করেন সিমিওনে।

ছেলেদের প্রচেষ্টায় আমি গর্বিত। আমাদের যা কিছু ছিল, সব দিয়েছি। তিন ম্যাচের মধ্যে দুটো জিতেছি, তারপরও বিদায় নিতে হচ্ছে, যা কষ্টদায়ক। ৬ পয়েন্ট পেয়েছি, এটা খারাপ না। কিন্তু পিএসজির বিপক্ষে ম্যাচটাই আমাদের সর্বনাশ করেছে। রেফারির সব সিদ্ধান্তই আমাদের বিপক্ষে গিয়েছিল। আজকের ম্যাচেও পেনাল্টির একটি সিদ্ধান্ত বাতিল হয়েছে ভিএআরের পর।

কোচ রেফারির সিদ্ধান্তকে দায়ী করলেও সে দিকে মনোযোগ দিতে চান না গোল করে দলকে জয় এনে দেওয়া ফরাসি তারকা গ্রিজমান।

আমরা রেফারির দিকে মনোযোগ দিতে পারি না। কখনও কখনও আমরা সেরা অবস্থায় থাকি না, সেটা স্বীকার করতে হবে।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add