স্কুল শিক্ষকের গোলে আর্জেন্টিনার বোকা জুনিয়র্সকে রুখে দিল অকল্যান্ড

স্কুল শিক্ষকের গোলে আর্জেন্টিনার বোকা জুনিয়র্সকে রুখে দিল অকল্যান্ড

খেলার পাশাপাশি চাকরিও করতে হয় এমন খেলোয়াড়ও আছেন অকল্যান্ড দলে। নিউ জিল্যান্ডের এই দলই কিনা রুখে দিয়েছে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব বোকা জুনিয়র্সকে! ক্লাব বিশ্বকাপে আগের দুই ম্যাচে ১৬ গোল হজম করা দলটির জন্য এক স্কুল শিক্ষকের গোলে পাওয়া - গোলের ড্র তাই বিরাট এক সাফল্য।

মঙ্গলবার ন্যাশভিলে অনুষ্ঠিতসি গ্রুপের ম্যাচের ৫২তম মিনিটে অকল্যান্ডকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ান গ্রে, যিনি পেশায় শারীরিক শিক্ষার শিক্ষক।

এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে ১০- গোলে বিধ্বস্ত হওয়ার পর বেনফিকার কাছে - ব্যবধানে হারে অকল্যান্ড।

ম্যাচ শেষে ২৮ বছর বয়সী গ্রে বলেন, “আমি একটা ছোট শহর থেকে এসেছি। এখানকার পরিবেশ থেকে অনেকটাই আলাদা। তাই এটা সত্যিই একটা স্বপ্নের মতো।

অকল্যান্ড দলে পেশাদার ফুটবলারের পাশাপাশি খেলছেন শিক্ষক, ডেলিভারি ড্রাইভার আর ক্ষুদ্র ব্যবসায়ী। অনেককেই দলের হয়ে খেলার পাশাপাশি উপার্জন করতে চাকরি করতে হচ্ছে। টুর্নামেন্ট তাদের প্রতিপক্ষ কোটি কোটি ডলার উপার্জন করা পেশাদার ফুটবলার।

গ্রুপপর্বে এক পয়েন্ট নিয়ে তলানিতে শেষ করলেও কোচ পল পোসার চোখে এটাই দলের জন্য বিশাল সাফল্য।

আমরা যে পরিস্থিতির বিরুদ্ধে লড়েছি, তা ভাষায় বোঝানো কঠিন। আমাদের ক্লাব ছোট, কিন্তু হৃদয় বিশাল। আজ আমরা কিছু একটা পেয়েছি, যা এই দলের সব সদস্যের কঠোর পরিশ্রমের ন্যায্য পুরস্কার।

ক্রীড়া গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার পাওয়ার ্যাঙ্কিংয়ের মতে, বিশ্বে অকল্যান্ডের অবস্থান হাজার ৯৭১তম। অন্যদিকে তাদের প্রতিপক্ষ বোকা জুনিয়র্স আছে ১৫২তম স্থানে।

শেষ ষোলো নিশ্চিত করতে এই ম্যাচে বড় ব্যবধানে জয়ের কোনো বিকল্প ছিল না বোকা জুনিয়র্সের। ৭৪ শতাংশ সময় বল দখলে রাখা আর্জেন্টিনার অন্যতম সফল এই ক্লাবটি গোলের জন্য শট নেয় ৪১টি, যার মধ্যে লক্ষ্যে ছিল ১০টি। কিন্তু তারা একটি গোলও করতে পারেনি। ২৬তম মিনিটে তারা এগিয়ে যায় আত্মঘাতী গোলে। অন্যদিকে গোলের জন্য তিনটি শট নেওয়া অকল্যান্ডের লক্ষ্যে ছিল দুটি।

এই ম্যাচে বড় জয় ছাড়াও বোকা জুনিয়র্সের দরকার ছিল গ্রুপের অন্য ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে বেনফিকার বড় পরাজয়ের। কিন্তু ম্যাচে জার্মান চ্যাম্পিয়নদের - গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পা রেখেছে পর্তুগালের বেনফিকা।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add