হৃদয়ের কথা শুনে সান্তোসেই থাকছেন নেইমার

হৃদয়ের কথা শুনে সান্তোসেই থাকছেন নেইমার

সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত করেছেন নেইমার। শৈশবের ক্লাবে থেকে যাওয়ার কারণ হিসেবে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা জানিয়েছেন, তিনি নিজের হৃদয়ের কথা শুনেছেন।

চলতি বছরের জানুয়ারিতে আল-হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে সান্তোসে ফেরেন নেইমার। তখন ছয় মাসের চুক্তিতে ক্লাবটিতে ফেরেন তিনি।

চুক্তি নবায়ন করে বার্সেলোনা ও পিএসজির সাবেক এই তারকা বলেন, “আমি আমার হৃদয়ের কথা শুনেছি। সান্তোস শুধু আমার ক্লাব নয়, এটা আমার ঘর, আমার শিকড়, আমার ইতিহাস এবং আমার জীবন। এখানেই আমি ছেলে থেকে পুরুষ হয়েছি। এখানে আমি সত্যিকারের ভালোবাসা পাই। এখানে আমি নিজেকে খুঁজে পাই, আমি সত্যিই খুশি।

এখানেই আমি আমার ক্যারিয়ারের অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে চাই। কিছুই আমাকে থামাতে পারবে না। আমি যাচ্ছি, ফিরে আসছি এবং থাকছি। যেখানে সব শুরু হয়েছিল, সেখানে সবকিছু কখনোই শেষ হবে না।

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে পাওয়া হাঁটুর চোটের পর থেকে ব্রাজিল দলের বাইরে আছেন নেইমার। এই কারণে আল-হিলালের হয়ে সাত ম্যাচের বেশি খেলতে পারেননি। ১৭ মাস পর গত মার্চে জাতীয় দলে ডাক পেলেও চোটের কারণে আবার বাদ পড়েন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করা এই তারকা।

সান্তোসের হয়ে ২৩৭ ম্যাচে ১৩৯ গোল ও ৬৯ অ্যাসিস্ট করেছেন নেইমার। দ্বিতীয় দফায় দলটির হয়ে এখন পর্যন্ত ১৪ ম্যাচে ৩টি করে গোল ও অ্যাসিস্ট করেছেন তিনি।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add