গ্রুপের শেষ ম্যাচেও এমবাপ্পেকে পাচ্ছে না রিয়াল

গ্রুপের শেষ ম্যাচেও এমবাপ্পেকে পাচ্ছে না রিয়াল

ক্লাব বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচেও কিলিয়ান এমবাপ্পেকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। তবে স্প্যানিশ জায়েন্টরা যদি নকআউট পর্বে উঠতে পারে, তাহলে ফরাসি এই তারকা মাঠে নামার জন্য প্রস্তুত থাকবেন বলে জানিয়েছেন কোচ শাবি আলোনসো।

গত সপ্তাহে গ্যাস্ট্রোএন্টেরাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এমবাপ্পে বুধবার দলের অনুশীলনে ফিরেছেন। তবে পুরোপুরি সেরে উঠতে তাকে পর্যাপ্ত সময় দিতে বাংলাদেশ সময় শুক্রবার সকালে সালজবুর্গের বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফিলেডেলফিয়ায় সাংবাদিকদের আলোনসো বলেন, আজ সে সামান্য দৌড়েছে এবং ভালোই করেছে। কিন্তু এখনও পুরোপুরি সেরে ওঠেনি। অনুশীলনের পর আমরা এটা নিয়ে কথা বলেছি। সে বিশ্রাম চাইছে যেন আমরা পরের পর্বে গেলে ভালোভাবে সুস্থ হয়ে ওঠে। আমরা যদি শেষ ষোলোয় যেতে পারি তাহলে সে খেলবে। তবে সে এখনও সেরে ওঠার পর্যায়ের রয়েছে।

গত সপ্তাহে মায়ামির একটি হাসপাতালে চিকিৎসা নেওয়া এমবাপ্পে এরই মধ্যে আল-হিলালের বিপক্ষে - গোলের ড্রয়ের এবং পাচুকার বিপক্ষে - গোলের জয়ের ম্যাচের খেলতে পারেননি।

‘এইচ’ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। গোল পার্থক্যে পিছিয়ে থাকায় সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সালজবুর্গ। অস্ট্রিয়ান ক্লাবটির বিপক্ষে ম্যাচে দলের দুটি লক্ষ্য বলে জানান রিয়াল কোচ।

প্রথমত জয় এবং গ্রুপের শীর্ষে থাকা। দ্বিতীয়ত নকআউট পর্বের আগে দলকে আরও উন্নত করা।

শীর্ষে থেকে শেষ ষোলোয় উঠলে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে ম্যানচেস্টার সিটিকে পেতে পারে রিয়াল। তবে এসব হিসাব কষার পক্ষে নন আলোনসো।

আগামীকাল গণিত করাটা ভালো বুদ্ধি নয়। আমাদের একমাত্র লক্ষ্য গ্রুপের শীর্ষে থাকা। আমরা মাঠে নামব শুধুই জয়ের জন্য।

মন্তব্য করুন:

Add