আবারও মেজর লিগের সবচেয়ে পারিশ্রমিক পাওয়া ফুটবলার মেসি
২৬ জুন ২০২৫

টানা দ্বিতীয় বছরের মতো মেজর লিগ সকারের (এমএলএস) সর্বোচ্চ বেতন পাওয়া ফুটবলার হয়েছেন ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসি। এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, আটবারের ব্যালন ডি’অরজয়ী এই মহাতারকার আয় ২ কোটি ৪ লাখ ৫০ হাজার ডলার।
গত বছরের মতো এবারও এটি কেবল মেসির মাঠের পারিশ্রমিক। এর বাইরেও অ্যাডিডাসের সঙ্গে ব্যক্তিগত চুক্তি এবং এমএলএসের সম্প্রচার পার্টনার অ্যাপলের সঙ্গে রাজস্ব ভাগাভাগির মাধ্যমে আরও বড় অঙ্কের আয় হবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই অধিনায়কের।
ক্রীড়া ব্যবসা বিষয়ক ওয়েবসাইট স্পোর্টিকোর প্রতিবেদন অনুযায়ী, মায়ামি ও এমএলএসের সঙ্গে ২০২৩ সালের গ্রীষ্মে করা আড়াই বছরের চুক্তিতে সর্বোচ্চ ১৫ কোটি ডলার আয় করতে পারেন।
সর্বোচ্চ বেতন পাওয়া ফুটবলারদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন টরন্টো এফসির লরেঞ্জো ইনসিনিয়ে। ইতালিয়ান এই ফরোয়ার্ডের আয় ১ কোটি ৫ লাখ ৪০ হাজার ডলার। এমএলএসে মেসি যোগ দেওয়ার আগে লিগে সর্বোচ্চ বেতন পাওয়া ফুটবলার ছিলেন তিনি।
তালিকার তিন নম্বরে আছেন মেসির ইন্টার মায়ামি সতীর্থ সের্হিও বুসকেতস। স্প্যানিশ এই মিডফিল্ডারের আয় ৮৫ লাখ ডলার।
এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, এই বেতন তালিকা ২৫ মে ২০২৫ পর্যন্ত। প্রতি বছর সাধারণত দুইবার করে তারা এই বেতন সংক্রান্ত তথ্য প্রকাশ করে থাকে।
মন্তব্য করুন: