বিশ্রামের অভাবে বিধ্বস্ত হয়ে যেতে পারে সিটি, আশঙ্কায় গুয়ার্দিওলা
৩০ জুন ২০২৫

ক্লাব বিশ্বকাপের দলের পর্যাপ্ত বিশ্রামের সুযোগ না পাওয়া নিয়ে উদ্বিগ্ন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা। তার আশঙ্কা, এই টুর্নামেন্টে অংশগ্রহণই হয়ত দলকে ‘বিধ্বস্ত’ করে দিতে পারে।
২৫ মে প্রিমিয়ার লিগ মৌসুম শেষ করার মাত্র তিন সপ্তাহ পর ১৮ জুন ফিলাডেলফিয়ায় ক্লাব বিশ্বকাপের ম্যাচ খেলে সিটি।
অরল্যান্ডোতে স্থানীয় সময় সোমবার রাতে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে আল-হিলালের মুখোমুখি হবে সিটি। ফাইনাল পর্যন্ত পৌঁছলে ১৩ জুলাই পর্যন্ত টুর্নামেন্টে খেলতে হবে তাদের। এরপর ১৬ আগস্ট শুরু হতে যাওয়া নতুন প্রিমিয়ার লিগ মৌসুমের জন্য প্রস্তুতির সময় থাকবে মাত্র এক মাস।
গুয়ার্দিওলা জানান, ক্লাব বিশ্বকাপ তার দলের ওপর কতটা প্রভাব ফেলবে তা এখনই বলা যাচ্ছে না। এটা বোঝা যাবে বছরের শেষে গিয়ে।
“আমি তখন বলতে পারি, আমরা ভেঙে পড়েছি। আমরা ক্লান্ত। বিশ্বকাপ আমাদের বিধ্বস্ত করে দিয়েছে। আমি জানি না আসলে কী হবে। কারণ আমাদের জীবনে এই প্রথম এমনটা হচ্ছে। দেখা যাক কী হয়।”
গুয়ার্দিওলা জানান, তিনি বুঝতে পারছেন কেন লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপ সম্প্রসারিত এই ৩২ দলের ক্লাব বিশ্বকাপকে ফুটবলের সবচেয়ে বাজে ধারণা হিসেবে আখ্যা দিয়েছিলেন।
“ইয়ুর্গেন আর আমি বহুবার একসঙ্গে লড়েছি... খেলার মান বাড়ানো আর খেলোয়াড় ও কোচদের বেশি বিশ্রাম দেওয়া নিয়ে; বিশেষ করে যখন আমরা উয়েফার মিটিংয়ে যেতাম কিংবা প্রিমিয়ার লিগের ক্যালেন্ডার নিয়ে আলোচনা করতাম।”
“তাই তার মন্তব্যে আমি একদমই অবাক হইনি... আমি তার যুক্তি বুঝি, কারণ আমি নিজেও সেই যুক্তিকে সমর্থন করব।”
মন্তব্য করুন: