ইউভেন্তুসকে হারিয়ে শেষ আটে রিয়াল, সঙ্গী ডর্টমুন্ড

ইউভেন্তুসকে হারিয়ে শেষ আটে রিয়াল, সঙ্গী ডর্টমুন্ড

কিলিয়ান এমবাপ্পের ফেরার ম্যাচে ইউভেন্তুসকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। শেষ আটের লড়াইয়ে শাবি আলোনসোর দল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মনতেরেইকে বিদায় করা বরুশিয়া ডর্টমুন্ডকে।

মঙ্গলবার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শেষ ষোলোর লড়াইয়ে ইউভেন্তুসকে ১-০ গোলে হারায় রিয়াল। ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন অসুস্থতার কারণে গ্রুপপর্বের তিন ম্যাচে খেলতে না পারা এমবাপ্পে।

বল দখলে দু’দলের লড়াইটা প্রায় সমানে-সমান হলেও আক্রমণে বেশ এগিয়ে ছিল রিয়াল। গোলের জন্য নেওয়ার ২১টি শটের মধ্যে আলোনসোর দল লক্ষ্যে রাখে ১১টি। অন্যদিকে কেবল ৬টি শট নেওয়া ইউভেন্তুস লক্ষ্যে রাখে দুটি।

রিয়ালের আধিপত্য বিস্তার করার ম্যাচে প্রথম ভালো সুযোগটি পায় ইউভেন্তুস। কিন্তু সপ্তম মিনিটে গোলরক্ষক থিবো কোর্তোয়াকে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন রান্দাল কোলো মুয়ানি।

২৯তম মিনিটে ছোট বক্সের ভেতর থেকে জুড বেলিংহ্যামের নেওয়া শট গোললাইনের একটু উপর থেকে ফিরিয়ে দেন এক ইউভেন্তুস ডিফেন্ডার। এরপর রিয়াল আরও কিছু আক্রমণ চালালেও তা জালের দেখা পায়নি।

একাধিক সুযোগ হাতছাড়া করা স্প্যানিশ দলটিকে ম্যাচের ৫৪তম মিনিটে এগিয়ে দেন গন্সালো গার্সিয়া। ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ডের ক্রসে অনেকটা লাফিয়ে হেডে জাল খুঁজে নেন তিনি। চলতি আসরে এখন পর্যন্ত ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড চার ম্যাচে ৩ গোল করেছেন।

৬৮তম মিনিটে গার্সিয়ার বদলি হিসেবে মাঠে নামেন এমবাপ্পে। করতালির মধ্য দিয়ে ফরাসি এই তারকাকে মাঠে স্বাগত জানান দর্শকরা। তবে তিনি কিছু ঝলক দেখালেও সেরা ছন্দে ছিলেন না। বাকিটা সময় প্রতিপক্ষ গোলরক্ষকের নৈপুণ্যে আর এগিয়ে যাওয়া হয়নি রিয়ালের।

২৪ মিনিটের ভেতর দুই গোলে এগিয়ে যায় ডর্টমুন্ডশেষ ষোলোর শেষ ম্যাচে আটালান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকালে মেক্সিকোর মনতেরেইকে ২-১ গোলে হারায় ডর্টমুন্ড। প্রথমার্ধে ১০ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে জার্মান ক্লাবটিকে এগিয়ে দেন সেরহু গুইরাসি। বিরতির পর এক গোল শোধ দেয় মনতেরেই।

অথচ ম্যাচের সবকিছুতেই ডর্টমুন্ডের চেয়ে বেশ এগিয়ে ছিল মেক্সিকান ক্লাবটিই। ৫৯ শতাংশ সময় বল দখলে রেখে তারা গোলের জন্য শট নেয় ১৪টি, যার মধ্যে লক্ষ্যে ছিল ৭টি। অন্যদিকে ৬ শট নেওয়া ডর্টমুন্ডের লক্ষ্যে থাকে ৩টি।

আগামী শনিবার সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে রিয়াল ও ডর্টমুন্ড।

মন্তব্য করুন:

Add