সেমিতে চেলসির প্রতিপক্ষ আরেক ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সে

সেমিতে চেলসির প্রতিপক্ষ আরেক ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সে

ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে পালমেইরাসকে হারিয়ে শেষ চারে উঠেছে চেলসি। সেমি-ফাইনালের লড়াইয়ে ইংলিশ ক্লাবটি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আরেক ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সেকে।

ফিলেডেলফিয়ায় বাংলাদেশ সময় শনিবার সকালে শেষ আটের লড়াইয়ে পালমেইরাসকে ২-১ গোলে হারায় চেলসি।

ম্যাচের ১৬তম মিনিটে কোল পালমারের গোলে এগিয়ে যায় তারা। বিরতির পর দারুণ এক গোলে পালমেইরাসকে সমতায় ফেরান ব্রাজিলের তরুণ সেনসেশন এস্তেভাও। ৮৩তম আত্মঘাতী গোলে আবার ব্যবধান বাড়ে চেলসির। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

শুক্রবার ওরল্যান্ডোয় প্রথম কোয়ার্টার-ফাইনালে আল-হিলালকে ২-১ গোলে হারায় ফ্লুমিনেন্সে। ক্যাম্পিং স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ছিল কান্নাভেজা। গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়া পর্তুগিজ তারকা দিয়েগো জতা ও তার ভাই আন্দ্রে সিলভার স্মরণে খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। সেসময় কান্নায় ভেঙে পড়েন আল-হিলালের দুই পর্তুগিজ তারকা জোয়াও কান্সেলো ও রুবেন নেভেস।

ম্যাচজুড়ে আক্রমণে আল-হিলাল এগিয়ে থাকলেও ৪০তম মিনিটে প্রথম গোলের দেখা পায় ফ্লুমিনেন্সে। ব্রাজিলিয়ান মিডফিল্ডাল মাতেউস মার্তিনেল্লির গোলে এগিয়ে যায় তারা। বিরতির পর সপ্তম মিনিটে আল-হিলালকে সমতায় ফেরান ম্যানচেস্টার সিটির বিপক্ষে জোড়া গোল করা মার্কোস লিওনার্দো। ৭০তম মিনিটে ফ্লুমিনেন্সেকে এগিয়ে দেন এরকুলেস।

আগামী মঙ্গলবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হবে চেলসি ও ফ্লুমিনেন্সে।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add