ক্লাব বিশ্বকাপে জতার প্রতি শ্রদ্ধা নিবেদন
৫ জুলাই ২০২৫

ক্লাব বিশ্বকাপে আল-হিলাল-ফ্লুমিনেন্সে ও চেলসি-পালমেইরাসের মধ্যকার কোয়ার্টার-ফাইনালের লড়াই শুরুর আগে প্রয়াত পর্তুগিজ তারকা দিয়োগো জতা ও তার ছোট ভাই আন্দ্রে সিলভার স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হয়েছে। আবেগঘন সেই মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন আল-হিলালের দুই পর্তুগিজ খেলোয়াড় রুবেন নেভেস ও জোয়াও কান্সেলো। অন্যদিকে জতা ও তার ভাইয়ের নাম লেখা জার্সি নিয়ে মাঠে নামেন চেলসির পেদ্রো নেতো।
স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলে স্থানীয় সময় গত বুধবার মধ্যরাতের পর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান লিভারপুল ফরোয়ার্ড জতা ও তার ভাই আন্দ্রে। তাদের ল্যাম্বরগিনি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে আগুন ধরে যায়।
শুক্রবার অরল্যান্ডোয় আল-হিলাল-ফ্লুমিনেন্সের ম্যাচ শুরুর আগে খেলোয়াড় ও দর্শকরা নীরবতা পালন করেন। ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগে ইনস্টাগ্রামে জতাকে নিয়ে আবেগঘন এক বার্তা দেন তার ঘনিষ্ঠ বন্ধু আল-হিলালের নেভেস।
“তুমি জানো, আমাদের বন্ধুত্বের চেয়েও বেশি কিছু ছিল, আমরা ছিলাম পরিবার। তুমি আমাদের থেকে দূরে চলে গিয়েছ বলে আমাদের পরিবারের সম্পর্কটা থেমে যাবে না। জাতীয় দলে গেলে তুমি আমার পাশে থাকবে, প্লেনে, বাসে, ডিনার টেবিলেও তুমি পাশে থাকবে।… আমি নিশ্চিত করব, তোমার পরিবার কখনও যেন তোমার অভাব টের না পায়।”ঘনিষ্ঠ বন্ধুর অকাল প্রয়াণে পালমেইরেসের বিপক্ষে ম্যাচে খেলার বিষয়টি নেতোর উপরই ছেড়ে দিয়েছিলেন চেলসি কোচ এনসো মারেস্কা। শেষ পর্যন্ত শুরুর একাদশের হয়ে মাঠে নামেন নেতো। ফিলেডেলফিয়ায় ম্যাচ শুরুর আগে নিরবতা পালনের সময় জতা ও আন্দ্রের নাম লেখা চেলসির জার্সি নিয়ে শ্রদ্ধা জানান তিনি।
ম্যাচ শেষে নেতোর খেলার প্রসঙ্গে চেলসি কোচ বলেন, “পেদ্রোর সঙ্গে গতকাল এবং আজ সকালে ও বিকেলে আমাদের কথা হয়েছে। খেলবে কি না এটা পুরোপুরি তার সিদ্ধান্ত ছিল। সে খেলেছে। তার সতীর্থদের সঙ্গে মাঠে নেমে ম্যাচটি খেলতে সে দারুণ কৃতিত্ব দেখিয়েছে। সে যা করেছে আমরা সবাই তার প্রশংসা করি।”
পর্তুগালের গনদোমার শহরে শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় জতা ও আন্দ্রের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।
মন্তব্য করুন: