যোগ করা সময়ের চরম নাটকীয়তায় সেমিতে রিয়াল, প্রতিপক্ষ পেল পিএসজিকে

যোগ করা সময়ের চরম নাটকীয়তায় সেমিতে রিয়াল, প্রতিপক্ষ পেল পিএসজিকে

ম্যাচের অন্তিম মুহূর্তে দর্শকরা দেখল তিনটি গোল ও একটি লাল কার্ডের ঘটনা! চরম নাটকীয় এক যোগ করা সময় পেরিয়ে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ।

রোববার বাংলাদেশ সময় সকালে নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে কোয়ার্টার-ফাইনালে জার্মানির ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় স্প্যানিশ জায়ান্টরা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারী পিএসজি।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকা রিয়াল দ্রুত দুই গোল পেয়ে যায়।

দশম মিনিটে প্রতিযোগিতায় দুর্দান্ত ফর্মে থাকা ২১ বছর বয়সী ফরোয়ার্ড গনসালো গার্সিয়া আরদা গুলারের ক্রস থেকে বল পেয়ে কাছ থেকে ভলিতে দলকে এগিয়ে দেন। এর ঠিক ১০ মিনিট পর ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের নিচু ক্রস থেকে বল দূরের পোস্টে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রান গার্সিয়া।

জুড বেলিংহ্যাম ও ভিনিসুস জুনিয়র প্রথমার্ধে আরও গোলের সুযোগ হারান। দ্বিতীয়ার্ধে অরলিয়েঁ চুয়ামেনির শট ক্রসবারে লেগে ফিরে আসে।

৬৭তম মিনিটে বদলি হিসেবে নেমে দারুণ এক গোল করেন এমবাপ্পেপ্রচণ্ড গরমে খেলোয়াড়রা মন্থর গতিতে খেললেও দুই গোলে এগিয়ে থাকা রিয়াল মাদ্রিদ বেশ স্বাচ্ছন্দ্যে ম্যাচ নিয়ন্ত্রণে রেখেছিল। তবে যোগ করা সময় হঠাৎ ম্যাচ রোমাঞ্চকর মোড় নেয়।

৯৩তম মিনিটে বদলি খেলোয়াড় ম্যাক্সিমিলিয়ান বাইয়ার গোল করে ডর্টমুন্ডকে আশা জাগান। কিন্তু ঠিক এক মিনিট পরই ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে দুর্দান্ত এক ভলিতে আবারও দুই গোলের লিড এনে দেন রিয়ালকে।

তবুও হাল ছাড়েনি ডর্টমুন্ড। সেগু গিরাসি রিয়ালের ডিফেন্স ভেদ করে ঢুকে পড়ে ডিন হুইসেনের ফাউলের শিকার হন। হুইসেন সরাসরি লাল কার্ড দেখেন এবং গিরাসি পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-২ করেন।

যোগ করা সময়ের নবম মিনিটে মার্সেল সাবিটসারের শক্তিশালী শট গোলরক্ষক থিবো কর্তোয়া অবিশ্বাস্যভাবে ঠেকিয়ে দিয়ে রিয়ালের জয় নিশ্চিত করেন।

সেমি-ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ পিএসজি বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারায়। অপর সেমি-ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিলের ফ্লুমিনেন্সে ও ইংল্যান্ডের চেলসি।

মন্তব্য করুন: