৯ জনের দল নিয়ে বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি

৯ জনের দল নিয়ে বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি

আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে গোলের জন্য পিএসজিকে অপেক্ষা করতে হয়েছিল ম্যাচের শেষভাগ পর্যন্ত। এগিয়ে যাওয়ার খানিকবাদে ১০ জনের দলের পরিণত হলো তারা। যোগ করা সময়ে আরও একজনকে হারাল তারা। কিন্তু ম্যাচে ফেরার সেই সুযোগ কাজে লাগাতে পারেনি বায়ার্ন মিউনিখ। উল্টো উসমান দেম্বেলের গোলে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে গেল তারা। দারুণ এক জয়ে ক্লাব বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

শনিবার আটালান্টায় তৃতীয় কোয়ার্টার-ফাইনালে বায়ার্নকে ২-০ গোলে হারায় পিএসজি। যোগ করা সময়ের প্রায় পুরোটা সময় নয় জনের দল নিয়ে খেলতে হয় লুইস এনরিকের দলকে।

প্রথমার্ধে পিএসজি ও বায়ার্নের একাধিক আক্রমণ ঠেকিয়ে দেন দুই দলের গোলরক্ষক। বিরতির আগে বড় ধরনের চোট নিয়ে মাঠ ছাড়েন জামাল মুসিয়ালা। প্রথমার্ধের যোগ করা সময়ে জার্মান এই মিডফিল্ডার আক্রমণে গেলে পেনাল্টি এরিয়াতে তাকে বাধা দেন জানলুইজি দেন্নারুম্মা। পিএসজি গোলরক্ষক ঝাপিয়ে বল নিতে গেলে মুসিয়ালার সঙ্গে সংঘর্ষ বাধে। এতে ২২ বছর বয়সী এই ফুটবলারের বাঁ পায়ের গোড়ালি বেশ বাজেভাবে বেঁকে যায়। চোটের ভয়াবহতা দেখে মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়েন দেন্নারুম্মা। দু’দলের খেলোয়াড়দেরও হতাশ দেখায়।

মুসিয়ালার চোটে আগেভাগেই প্রথমার্ধেই ইতি টানেন রেফারিবিরতির পিএসজির বেশ কয়েকটি আক্রমণ প্রতিহত করেন মানুয়েল নয়ার। তবে ৭৮তম মিনিটে বায়ার্ন গোলরক্ষককে প্রথমবারের মতো ফাঁকি দিতে পারেন দিজিরে দুয়ে। এগিয়ে যায় পিএসজি। এর মিনিট চারেক পরে ডিফেন্ডার উইলিয়ান পাচোর লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয় ফরাসি চ্যাম্পিয়নরা।

ছয় মিনিটের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লাল কার্ড দেখেন বদলি হিসেবে নামা পিএসজির আরেক ডিফেন্ডার লুকা এর্নান্দেস। ষষ্ঠ মিনিটে আশরাফ হাকিমির পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন দেম্বেলে। শেষ সময়ে বায়ার্ন পেনাল্টি পেলেও পরে ভিএআরে দেখে তা বাতিল করেন রেফারি।   

ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী বুধবার রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে পিএসজি।

মন্তব্য করুন: