সাবেক শিষ্য এমবাপ্পের প্রসঙ্গ এড়িয়ে গেলেন পিএসজি কোচ

সাবেক শিষ্য এমবাপ্পের প্রসঙ্গ এড়িয়ে গেলেন পিএসজি কোচ

নকআউট পর্বের প্রথম ম্যাচে ইন্টার মায়ামির বিপক্ষে মাঠে নামার আগে সাবেক শিষ্য লিওনেল মেসিকে নিয়ে পিএসজিকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন কোচ লুইস এনরিকে। এবার ফাইনালে ওঠার লড়াইয়ে তার দল মুখোমুখি হতে যাচ্ছে তার আরেক সাবেক শিষ্য কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদের বিপক্ষে। তবে ম্যাচের আগে ফরাসি এই তারকার প্রসঙ্গ উঠতেই সেটি এড়িয়ে গেছেন পিএসজি কোচ।

গত গ্রীষ্মের শুরুতে পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দেন এমবাপ্পে। এর আগে এনরিকের অধীনে ফরাসি ক্লাবটিতে এক মৌসুম খেলেছিলেন তিনি। ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড ক্লাব ছাড়ার পর সবশেষ মৌসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতে পিএসজি।

বুধবার ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে রিয়ালের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে উঠে আসে এমবাপ্পের প্রসঙ্গ। বিশ্বকাপজয়ী এই তারকাকে ছাড়া পিএসজির অবস্থান আগের চেয়ে ভালো কি না – জানতে চাওয়া হলে এনরিকে বলেন, “এটি অতীতের প্রশ্ন। আমি অতীত নিয়ে আলোচনা করতে আসিনি, আমি কেবল ভবিষ্যৎ নিয়ে ভাবছি।”

তবে সাবেক শিষ্যের বিরুদ্ধে লড়াই যে ম্যাচে বাড়তি মাত্রা যোগ করছে, সেটি স্বীকার করে পিএসজি কোচ বলেন, “বিশ্বের সবচেয়ে সফল দলের বিপক্ষে খেলাটা অবশ্যই বাড়তি প্রেরণা।

ইউরোপের অন্যতম দুই শক্তিশালী দলের লড়াইয়ে চ্যালেঞ্জ হিসেবে থাকছে আবহাওয়াও। নিউ জার্সিতে মঙ্গলবার ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় ও ৫৪% আদ্রতায় চেলসি-ফ্লুমিনেন্সের প্রথম সেমি-ফাইনাল হয়।

এ প্রসঙ্গে এনরিকে বলেন, “আমরা এমন কন্ডিশনে খেলতে অভ্যস্ত হয়ে যাচ্ছি। বিশ্বকাপের সময় এটিই স্বাভাবিক হয়ে উঠেছে। তবে এটা খেলার মানের জন্য ভালো নয়, কারণ এমন পরিস্থিতিতে খেলাটা কঠিন। এটা দুই দলের জন্যই সমান।

তবে চ্যালেঞ্জ সত্ত্বেও এই হাই-ভোল্টেজ ম্যাচটি উপভোগ করতে মুখিয়ে আছেন বার্সেলোনার সাবেক এই কোচ।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচটা বিশেষ হবে, এতে সন্দেহ নেই। তবে এমন ম্যাচ খেলতে পারা মানেই আপনি আপনার কাজ ঠিকঠাক করছেন এবং সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছেন।

এই ম্যাচের জয়ী দল আগামী রোববার ফাইনালে চেলসির মুখোমুখি হবে। সেমি-ফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্সেকে ২-০ গোলে হারায় ইংলিশ ক্লাবটি।

মন্তব্য করুন: