যে পরিকল্পনায় পিএসজিকে বিধ্বস্ত করে চেলসি

১৪ জুলাই ২০২৫

যে পরিকল্পনায় পিএসজিকে বিধ্বস্ত করে চেলসি

সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির বিপক্ষে ফেবারিট হয়েই মাঠে নেমেছিল পিএসজি। কিন্তু মাঠের পারফরম্যান্সে দেখা গেল পুরো উল্টো চিত্র। ইংলিশ ক্লাবটির সামনে তেমন কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি চ্যাম্পিয়নস লিগ জয়ীরা। ম্যাচ শেষে ফরাসি চ্যাম্পিয়নদের বধ করার পরিকল্পনা খোলাসা করেছেন চেলসি কোচ এনসো মারেস্কা।

রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালে পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে নতুন ফরম্যাটে শুরু হওয়া ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতে চেলসি।

ম্যাচের প্রথম দুটি গোল করার পাশাপাশি তৃতীয় গোলে সহায়তা করেন কোল পালমার। পুরো টুর্নামেন্টে তিনি তিনটি গোল ও দুটি অ্যাসিস্ট করেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়েরও পুরস্কার জেতেন ইংলিশ এই মিডফিল্ডার ।

শিরোপা লড়াইয়ে পালমারের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করে চেলসি কোচ বলেন “এই ধরণের ম্যাচে আমরা কোল পামারের কাছ থেকে এমন পারফরম্যান্সই আশা করি। সে আবারও প্রমাণ করেছে সে কী দিয়ে তৈরি।

শিরোপা জয়ের পর নিজের পরিকল্পনা নিখুঁতভাবে কাজে লাগাতে পেরে সন্তুষ্ট মারেস্কা জানান, তিনি পিএসজিকে উপর থেকে চাপ দিয়ে খেলাতে চেয়েছিলেন এবং তাদের ডিফেন্স লাইনের পেছনে সরাসরি আক্রমণ চালানোর চেষ্টা করেছিলেন। এই পরিকল্পনাটা দারুণভাবে কাজে লেগেছে।

পরিকল্পনা ছিল খেলোয়াড় ধরে খেলা। কারণ পিএসজিকে যদি আপনি জায়গা দেন, তারা আপনাকে শেষ করে দেবে। তাই আমরা শুরু থেকেই আগ্রাসী হতে চেয়েছিলাম এবং ম্যাচের প্রথম ১০ মিনিটে সেই উচ্চ তাপমাত্রার মধ্যেও খেলোয়াড়রা দুর্দান্ত চাপ প্রয়োগ করেছে।

নিউ জার্সির গরম আবহাওয়ায় মারেস্কা পিএসজির রক্ষণভাগের অপেক্ষাকৃত দুর্বল বাঁ দিককে লক্ষ্য করে পরিকল্পনা সাজিয়েছিলেন।

তাদের রক্ষণের বাঁ দিকটা থেকেই আমরা অনেক সুফল পেয়েছি। খেলোয়াড়রা তাদের পুরোটা দেওয়ায় এটা আমাদের পক্ষে কাজে এসেছে।

ক্লাব বিশ্বকাপের গুরুত্ব নিয়ে এই ইতালিয়ান কোচ বলেন, “আমার মনে হয় এই প্রতিযোগিতাটি ভবিষ্যতে চ্যাম্পিয়নস লিগের সমান, এমনকি তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

মন্তব্য করুন: