বার্সেলোনার ১০ নম্বর জার্সি এখন ইয়ামালের
১৭ জুলাই ২০২৫

এক সময় লিওনেল মেসির গায়ে ছিল ১০ নম্বর জার্সিটি। এবার মাত্র ১৮ বছর বয়সেই বার্সেলোনার বিখ্যাত জার্সির মালিক হয়েছেন লামিনে ইয়ামাল। দুর্দান্ত এক মৌসুম শেষে ক্লাব কিংবদন্তিদের এই ঐতিহাসিক জার্সিটি তুলে দেওয়া হয়েছে তরুণ এই উইঙ্গারের হাতে।
গত মৌসুমে কাতালান ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ গোল করার পাশাপাশি ২৫টি অ্যাসিস্ট করেন ইয়ামাল। তার দুরন্ত পারফরম্যান্সে ভর করেই লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা জেতে বার্সেলোনা। ছয় বছর পর চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালেও খেলেছে তারা।
আগের মৌসুমে ১৯ নম্বর জার্সি পরে মাঠ কাঁপিয়েছিলেন ইয়ামাল। মৌসুম শেষে বার্সেলোনার সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ান তিনি। বুধবার ক্লাব প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তার হাত থেকে এক বিশেষ আয়োজনে ১০ নম্বর জার্সি গ্রহণ করেন এই উদীয়মান তারকা।
বার্সেলোনার ১০ নম্বর জার্সি মানেই যেন এক গৌরবময় ইতিহাস। মেসির আগে এটি পরেছেন দিয়েগো মারাদোনা ও রোনালদিনিয়োর মতো কিংবদন্তিরা। সেই ইতিহাস সম্পর্কে ভালোভাবেই জানেন ইয়ামাল। তবে তিনি নিজেই গড়ে নিতে চান নিজের পরিচয়।
“মেসি ১০ নম্বর দিয়ে পথ তৈরি করে দিয়েছেন, আমি সেটা আমার মতো করে করব। তারা তিনজন হলেন ফুটবল ও ক্লাবের কিংবদন্তি। প্রত্যেকটা বাচ্চার স্বপ্ন থাকে মেসি, রোনালদিনিয়ো কিংবা মারাদোনার মতো কিছু করার। আমি চেষ্টা করব তাদের উত্তরাধিকার বহন করতে।”
“প্রথমত আমার স্বপ্ন ছিল বার্সেলোনার হয়ে অভিষেক এবং ১০ নম্বর জার্সি পরা। এখানে যারা বেড়ে ওঠে তারা সবাই সেই স্বপ্ন দেখে। ক্লাবের প্রতি আমি কৃতজ্ঞ।”
২০২১ সালে মেসির বিদায়ের পর এই জার্সি পেয়েছিলেন আনসু ফাতি। তবে নিজের সম্ভাবনার প্রতি সুবিচার করতে পারেননি তিনি। পরে ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড ধারে ইংলিশ ক্লাব ব্রাইটনের হয়ে খেলেন। আগামী মৌসুমে ধারে খেলবেন ফরাসি ক্লাব মোনাকোর হয়ে। ফলে ইয়ামালের সামনে সুযোগ আসে ফুটবলের অন্যতম বিখ্যাত ১০ নম্বর জার্সির মালিক হওয়ার।
স্পেনের হয়ে ইউরো জিতে ফেলেছেন ইয়ামাল। তবে লক্ষ্য আরও বড় জানিয়ে তিনি বলেন, “আমি এখনও চ্যাম্পিয়নস লিগ ও বিশ্বকাপ জিতিনি। এখন সেগুলোই আমার লক্ষ্য।”
মন্তব্য করুন: