থামল মেসির গোলউৎসব, হারল মায়ামি

১৭ জুলাই ২০২৫

থামল মেসির গোলউৎসব, হারল মায়ামি

মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির হয়ে গোলউৎসবে মেতেছিলেন লিওনেল মেসি। লিগে সবশেষ পাঁচ ম্যাচের সবকটিতেই জোড়া গোল করে দলকে জিতিয়েছিলেন ৪টিতে। একটি হয়েছিল ড্র। কিন্তু সিনসিনাটির বিপক্ষে আর্জেন্টাইন মহাতারকার গোলহীন ম্যাচে হেরে গেছে মায়ামিও।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে সিনসিনাটির মাঠে স্বাগতিকদের কাছে ৩-০ গোলে হারে মায়ামি।

১৬তম মিনিটে এগিয়ে যাওয়া সিনসিনাটির হয়ে পরের দুটি গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ইভান্দের। দলের হয়ে লিগে টানা পাঁচ ম্যাচে গোল করলেন তিনি।

বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকা মেসি-সুয়ারেসরা গোলের জন্য শট নেয় ১০টি, যার মধ্যে লক্ষ্যে ছিল কেবল দুটি। প্রথমার্ধের শেষ দিকে দুটি শট নেওয়ার সুযোগ পান মেসি। ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের প্রথম শটটি ব্লক করেন সিনসিনাটির এক ডিফেন্ডার। দ্বিতীয় শটটি ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক।

এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ২০ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচ নম্বরে আছে মায়ামি। শীর্ষে থাকা ফিলেডেলফিয়ার চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে আছে তারা। দুইয়ে আছে সিনসিনাটি। মেসিদের উপরে থাকা চারটি দলই তাদের চেয়ে তিনটি করে ম্যাচ বেশি খেলেছে।

মন্তব্য করুন: