এবার জোড়া গোল করে রোনালদোকে পেছনে ফেললেন মেসি
২০ জুলাই ২০২৫

মেজর লিগ সকারে (এমএলএস) টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করার পর গত ম্যাচে গোলহীন ছিলেন লিওনেল মেসি। এক ম্যাচ আবারও জোড়া গোল করে ইন্টার মায়ামির বড় জয়ে অবদান রেখেছেন তিনি। একই সঙ্গে পেনাল্টি ছাড়া গোল করার দিক দিয়ে আর্জেন্টাইন মহাতারকা ছাড়িয়ে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে।
রোববার বাংলাদেশ সময় সকালে নিউ ইয়র্ক রেড বুলসকে ৫-১ গোলে হারায় মায়ামি। জোড়া গোলের পাশাপাশি একটি গোলে সহায়তাও করেন মেসি।
প্রতিপক্ষের মাঠে অবশ্য প্রথম গোল হজম করে মেসিরাই। ১৪তম মিনিটে রেড বুলসকে এগিয়ে দেন অ্যালেকজান্ডার হ্যাক। মিনিট দশেক পর মেসির সহায়তায় মায়ামিকে সমতায় ফেরান জর্দি আলবা। ২৭তম মিনিটে ফ্লোরিডার দলটিকে এগিয়ে দেন তেলাস্কো সেগোভিয়া। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আরেকটি গোল করেন ভেনেজুয়েলার এই মিডফিল্ডার।
৬০তম মিনিটে নিজের প্রথম গোল করেন মেসি। নিজেদের অর্ধ থেকে সের্হিও বুসকেতসের কাছ থেকে পাওয়া বল ধরে গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা তা জালে জড়ান ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। ৭৫তম মিনিটে ডি-বক্সের বাইরে বাঁ প্রান্ত থেকে লুইস সুয়ারেসের ক্রস বুক দিয়ে নামিয়ে বাঁ পায়ের শটে বল জালে জড়ান তিনি।
৯৩৮টি ক্যারিয়ার গোলের মধ্যে রোনালদোর পেনাল্টিবিহীন গোল ছিল ৭৬৩টি, যা ছিল রেকর্ড। এবার ক্যারিয়ারের ৮৭৪তম গোল করে এই রেকর্ডটি নিজের করে নিলেন মেসি। আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারের পেনাল্টিবিহীন গোল সংখ্যা এখন ৭৬৪টি। এই কীর্তি গড়তে রোনালদোর চেয়ে ১৬৭টি ম্যাচ কম খেলেছেন তিনি।
এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার ৫ নম্বরেই আছে মায়ামি। ২১ ম্যাচে ১২ জয়ে তাদের পয়েন্ট ৪১। ২৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ন্যাশভিল। মেসি-সুয়ারেসদের উপরে থাকা চারটি দলই তাদের চেয়ে তিনটি করে বেশি ম্যাচ খেলেছে।
মন্তব্য করুন: