নিষিদ্ধ হয়ে ‘খুবই হতাশ’ মেসি

২৬ জুলাই ২০২৫

নিষিদ্ধ হয়ে ‘খুবই হতাশ’ মেসি

মেজর লিগ সকার (এমএলএস) অল-স্টার ম্যাচে না খেলার কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে লিওনেল মেসিকে। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে আর্জেন্টাইন মহাতারকা বেজায় চটেছেন বলে জানিয়েছেন ইন্টার মায়ামির মালিকপক্ষ।

গত বুধবার মেক্সিকোর লিগা এমএক্সের বিপক্ষে এমএলএস অল-স্টারের মধ্যকার ম্যাচের প্রাথমিক দলে ছিলেন মেসি ও তার সতীর্থ জর্দি আলবা। কিন্তু লিগ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে সেই ম্যাচ থেকে নিজেদের সরিয়ে নেন তারা। ম্যাচটি ৩-১ গোলে জেতে এমএলএস অল-স্টার।

শুক্রবার এক বিবৃতিতে মেসি ও আলবার নিষেধাজ্ঞার কথা জানিয়ে এমএলএসের তরফর থেকে বলা হয়, “লিগের নিয়ম অনুযায়ী, অল-স্টার ম্যাচে কোনো খেলোয়াড় অনুমতি ছাড়া অংশ না নিলে তিনি তার ক্লাবের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না।

ফলে বাংলাদেশ সময় রোববার ভোরে শুরু হতে যাওয়া ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা এফসি সিনসিনাটির বিপক্ষে ম্যাচে মায়ামির হয়ে মাঠে নামতে পারবেন না মেসি ও আলবা। চলতি মৌসুমে লিগে এখন পর্যন্ত ১৮টি গোল করেছেন মেসি। এর মধ্যে সবশেষ সাত ম্যাচের ছয়টিতেই করেছেন জোড়া গোল। 

নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে মায়ামির মালিকদের একজন হোর্হে মাস বলেন, “লিওনেল মেসি খুবই হতাশ, যেমনটা ক্লাবের সবাই কারণ তারা আগামীকাল রাতের ম্যাচটি খেলতে পারবে না। তবে আমি মনে করি, ক্লাব হিসেবে আমাদের এক থাকতে হবে। আমি মনে করি এই শাস্তি অত্যন্ত কঠোর। এটা একদমই সহনীয় নয়।

মেসি এবং আলবার প্রতিক্রিয়া স্বাভাবিকভাবেই ইতিবাচক ছিল না। তারা খেলতে চায়, প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। তাই তাদের প্রতিক্রিয়া ঠিকই আছে যেমনটা আপনি প্রত্যাশা করবেন। তারা বুঝতে পারছে না কেন একটি প্রদর্শনী ম্যাচে না খেলাতে সরাসরি নিষেধাজ্ঞা দেওয়া হলো।

মাস জানান, খেলোয়াড়দের বিশ্রাম ও স্বাস্থ্যের কথা বিবেচনা করে ক্লাব মেসি ও আলবাকে অল-স্টার ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত নেয়। বিষয়টি নিয়ে আপিল করার কোনো সুযোগ নেই।

মন্তব্য করুন: