আতলেতিকো ছেড়ে মায়ামিতে যোগ দিলেন মেসির সতীর্থ দি পল

২৬ জুলাই ২০২৫

আতলেতিকো ছেড়ে মায়ামিতে যোগ দিলেন মেসির সতীর্থ দি পল

আতলেতিকো মাদ্রিদ ছেড়ে রদ্রিগো দি পলের ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার বিষয় নিয়ে গুঞ্জন চলছিল কয়েকদিন ধরেই। শুক্রবার এক বিবৃতিতে আর্জেন্টিনার এই মিডফিল্ডারকে ধারে দলে নেওয়ার কথা জানিয়েছে মেজর লিগ সকারের ক্লাবটি।

চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের শেষ পর্যন্ত ধারে মায়ামিতে যোগ দিয়েছেন দি পল। এরপর ক্লাব চাইলে ২০২৯ সাল পর্যন্ত বিশ্বকাপজয়ী এই ফুটবলারকে স্থায়ীভাবে দলে নেওয়ার সুযোগ রাখা হয়েছে।

আতলেতিকোর সঙ্গে দি পলের চুক্তির মেয়াদে আর এক বছর বাকি ছিল। এর আগেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন তিনি। মায়ামিতে ৩১ বছর বয়সী এই ফুটবলার জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে খেলবেন। আটবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকার সঙ্গে আর্জেন্টিনার হয়ে ২০২২ কাতার বিশ্বকাপসহ ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকার শিরোপা জেতেন।

চুক্তি স্বাক্ষরের পর দি পল বলেন, “আমাকে ইন্টার মায়ামিতে টেনে এনেছে প্রতিযোগিতা করার আকাঙ্ক্ষা, শিরোপা জয়ের তীব্র ইচ্ছা এবং ক্লাবের ইতিহাসে নিজের নাম লেখানোর সুযোগ থেকে। এটা এমন একটি ক্লাব, যেটি দীর্ঘ ইতিহাস গড়ার পথে। এটি বিশ্বব্যাপী বহু মানুষের পছন্দের দল হয়ে উঠবে।”

২০২১ সালে ইতালিয়ান ক্লাব উদিনেসে থেকে সাড়ে ৩ কোটি ইউরোতে আতলেতিকোতে যোগ দেন দি পল। স্প্যানিশ ক্লাবটির হয়ে তিন বছরে ১৮৭টি ম্যাচে ১৪টি গোল করেন তিনি। করিয়েছেন ২৬টি গোল।

গত মৌসুমেও দিয়েগো সিমিওনের দলে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩টি ম্যাচে খেলেছেন, যার মধ্যে তিনটি ছিল ক্লাব বিশ্বকাপের।

আতলেতিকোর তরফ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “রদ্রিগো দি পল আতলেতিকো মাদ্রিদের কাছ থেকে বিদায় নিচ্ছেন এবং ইন্টার মায়ামিতে তার পেশাদার ক্যারিয়ার চালিয়ে যাবেন। আমরা তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের আগামী অধ্যায়ের জন্য শুভকামনা জানাই।”

মন্তব্য করুন: