নিয়মিত ম্যাচ খেললেই ছন্দে থাকেন মেসি

৩১ জুলাই ২০২৫

নিয়মিত ম্যাচ খেললেই ছন্দে থাকেন মেসি

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই ইন্টার মায়ামির জয়ে অবদান রেখেছেন লিওনেল মেসি। আগের ম্যাচে খেলতে না পারার প্রভাব লিগস কাপে দলের প্রথম ম্যাচে পড়েছে বলে জানিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

বৃহস্পতিবার ঘরের মাঠে বাংলাদেশ সময় সকালে শেষ হওয়া রোমাঞ্চকর ম্যাচে মেক্সিকোর ক্লাব আতলাস এফসিকে - গোলে হারায় মায়ামি। কোনো গোল না পেলেও দলের দুই গোলেই অবদান রাখেন মেসি।

৫৮তম মিনিটে আটবারের ব্যালন ডিঅর জয়ীর কাছ থেকে পাওয়া বলে দলকে এগিয়ে দেন তাদেও আইয়েন্দে। ৮০তম মিনিটে সমতায় ফেরে মেক্সিকোর ক্লাবটি। এরপর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে মেসির বানানো বল থেকে দলের জয়সূচক গোলটি করেন মার্সেলো ভাইগান্ট।

এই ম্যাচ দিয়ে ইন্টার মায়ামির জার্সিতে অভিষেক হয় মেসির জাতীয় দলের সতীর্থ মিডফিল্ডার রদ্রিগো দি পলের।

জোড়া গোলে অবদান রাখলেও প্রথমার্ধে ধুঁকতে দেখা যায় মেসিকে। ম্যাচ শেষে সেই কারণও খোলাসা করেন মায়ামি অধিনায়ক। এর পেছনে নিষেধাজ্ঞার কারণে দলের হয়ে সবশেষ ম্যাচে খেলতে না পারার কারণ আছে বলে দাবি করেন ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।

সত্যিটা হলো, এই গরমে আমার কাজটা কঠিন এবং বিশেষ করে, গত দিন খেলতে না পারায়। যদিও বিশ্রামকে ভালো মনে হয়। তবে আমার জন্য এটা সবচেয়ে খারাপ, কারণ আমার জন্য লড়াই করা জরুরি। আমি যত ম্যাচ খেলি, ততই ভালো অনুভব করি এবং ছন্দে থাকি।

সেদিন তারা আমাকে খেলতে দেয়নি এবং আজকে প্রথমার্ধে সেই ঘাটতি অনুভব করেছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, শেষ পর্যন্ত আমরা জিতেছি।

গত সপ্তাহে মেজর লিগ সকারের (এমএলএস) অল-স্টার দলের হয়ে ম্যাচে না খেলার কারণে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন মেসি তার সতীর্থ জর্দি আলবা। এমএলএসের নিয়ম অনুযায়ী, কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়া কোনো ফুটবলার এই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিলে তাকে ক্লাবের পরবর্তী ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়। এর ফলে গত শনিবার মেসি আলবাকে ছাড়া এফসি সিনসিনাটির বিপক্ষে খেলতে নেমে ম্যাচটি ড্র করে মায়ামি।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add