মেসির মাঠে ফেরা নিয়ে যা জানালেন মায়ামি কোচ

মেসির মাঠে ফেরা নিয়ে যা জানালেন মায়ামি কোচ

হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া লিওনেল মেসি দ্রুতই মাঠে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো। আর্জেন্টাইন মহাতারকা আপাতত লিগস কাপের পরবর্তী ম্যাচে মাঠের বাইরে থাকবেন বলে জানিয়েছেন তিনি।

গত শনিবার লিগস কাপের ম্যাচে নেকাক্সার বিপক্ষে খেলতে নেমে মাত্র ১১ মিনিটেই ডান পায়ের মাংসপেশিতে হালকা চোট পান মেসি। সঙ্গে সঙ্গে তিনি মাঠ ছাড়েন এবং সরাসরি ড্রেসিংরুমে চলে যান। পরবর্তীতে মায়ামির তরফ থেকে জানানো হয়, দলের অধিনায়ক হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগলেও তা গুরুতর নয়।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে লিগস কাপের পরবর্তী ম্যাচে মেক্সিকোর দল পুমাস ইউএনএএমের বিপক্ষে মাঠে নামবে মায়ামি। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মেসির চোটের বিষয়ে মাসচেরানো বলেন, “হ্যাঁ, আমি তার সঙ্গে কথা বলেছি। ক্লাব বিবৃতিতে যেটা বলেছে, সেটা পরিষ্কার। চোটটা হালকা। খারাপ খবরের মধ্যেও এটা কিছুটা স্বস্তির বিষয়।

লিওর ক্ষেত্রে আমরা কোনো প্রত্যাবর্তনের সময়সূচি দিতে চাই না। সাধারণত সে দ্রুত সেরে ওঠে। তাই আমরা দেখব সে কেমন অনুভব করছে এবং কেমন অগ্রগতি হচ্ছে। তবে এটা নিশ্চিত, আগামীকালের ম্যাচে সে খেলবে না।

আগামী রোববার মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমের ম্যাচে অরল্যান্ডো সিটির মুখোমুখি হবে মায়ামি। তবে তার আগে পুমাসের বিপক্ষে জিততেই হবে মাসচেরানোর দলকে। কারণ লিগস কাপের নতুন ফরম্যাট অনুযায়ী, গ্রুপপর্ব শেষে এমএলএসের পয়েন্ট তালিকার শীর্ষ চার দল যাবে পরবর্তী রাউন্ডে।

ইতিমধ্যে দুই ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে লিগস কাপে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে আছে মায়ামি। প্রথম ম্যাচে তারা মেক্সিকোর আতলাস এফসিকে হারায়। দ্বিতীয় ম্যাচে নেকাক্সার সঙ্গে ২-২ গোলে ড্র করার পর টাইব্রেকারে জিতে অতিরিক্ত এক পয়েন্ট পায় দলটি।

মন্তব্য করুন: