২০২৬-২৭ সৌদি সুপার কাপ থেকে নিষিদ্ধ আল-হিলাল
৬ আগস্ট ২০২৫

সৌদি সুপার কাপের ২০২৬-২৭ মৌসুমের আসরে খেলার যোগ্যতা অর্জন করলেও সেখানে খেলতে পারবে না আল-হিলাল। টুর্নামেন্টের এবারের আসর থেকে নিজেদের সরিয়ে নেওয়ায় আগামী টুর্নামেন্টে নিষেধাজ্ঞাসহ ক্লাবটিকে আর্থিক জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার এক বিবৃতে সৌদি আরবের ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা ও নৈতিকতা কমিটি আল-হিলালকে এই শাস্তি দিয়েছে। নিষেধাজ্ঞার পাশাপাশি ক্লাবটিকে ৫ লাখ সৌদি রিয়াল জরিমানা করার কথা জানানো হয়। তবে এই শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবে আল-হিলাল।
আগামী ১৯ থেকে ২৩ আগস্ট হংকংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া চার দলের এই আসর থেকে নাম প্রত্যাহার করে নেয় আল-হিলাল। ক্লাব বিশ্বকাপের পর খেলোয়াড়দের ক্লান্ত থাকার যুক্তি দেখিয়ে তারা এই সিদ্ধান্ত নেয়। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আসরে গত ৪ জুলাই কোয়ার্টার-ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের কাছে ২-১ গোলে হারে তারা।
আল হিলালকে ২০২৬-২৭ মৌসুমের সুপার কাপ থেকেও নিষিদ্ধ করা ছাড়াও চলতি মৌসুমের সুপার কাপ সংক্রান্ত যেকোনো আর্থিক পুরস্কার থেকেও তাদের বঞ্চিত করা হয়েছে।
গত মৌসুমে আল-নাসেরকে হারিয়ে রেকর্ড পঞ্চমবারের মতো সুপার কাপের শিরোপা জেতে আল-হিলাল। কিংস কাপ ও সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলগুলো নিয়ে আয়োজিত হয় সৌদি সুপার কাপ।
প্রো লিগের সবশেষ মৌসুমে দ্বিতীয় স্থানে থাকা আল-হিলালের ২০ আগস্ট সেমি-ফাইনালে কিংস কাপ রানার্স-আপ আল কাদসিয়াহর মুখোমুখি হওয়ার কথা ছিল।
তবে আল-হিলালের জায়গায় সেই সুযোগ পাচ্ছে এএফসি চ্যাম্পিয়নস লিগ জয়ী আল-আহলি। অন্যদিকে লিগ ও কিংস কাপ – দুই শিরোপা জেতা আল-ইত্তিহাদের বিপক্ষে ১৯ আগস্ট সেমি-ফাইনালে খেলবে লিগে তৃতীয় হওয়া ক্রিশ্চিয়ানো রোনালদোর আল-নাসের।
মন্তব্য করুন: