চ্যাম্পিয়নস লিগে ১ ম্যাচে নিষিদ্ধ বার্সা কোচ

চ্যাম্পিয়নস লিগে ১ ম্যাচে নিষিদ্ধ বার্সা কোচ

অসাদাচরনের দায়ে চ্যাম্পিয়নস লিগে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন বার্সেলোনা কোচ হানসি ফ্লিক। একই সঙ্গে জার্মান এই কোচকে আর্থিক জরিমানাও করা হয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে এই শাস্তির কথা জানায় উয়েফার শৃঙ্খলাবিষয়ক কমিটি। ফ্লিক ছাড়াও তার সহকারী মার্কাস জর্গকেও এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে দুজনকেই ২০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।

গত মে মাসে সান সিরোয় চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে ৪-৩ ব্যবধানে হারের ম্যাচে রেফারির একাধিক সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ফ্লিক। এই হারে এক দশক পর ইউরোপ ক্লাব সেরার আসরের ফাইনালে ওঠার স্বপ্ন থেমে যায় বার্সেলোনার।

এই শাস্তির ফলে আসন্ন মৌসুমের চ্যাম্পিয়নস লিগ শুরুর ম্যাচে ফ্লিক ও জর্গকে ডাগআউটে পাবে না বার্সেলোনা।

অন্য এক সিদ্ধান্তে, ওই একই ম্যাচে অ্যান্টি-ডোপিং কর্মকর্তার নির্দেশ মানতে ব্যর্থ হওয়ায় এবং দ্রুত নিয়ন্ত্রণ কক্ষে না যাওয়ার কারণে বার্সেলোনা ফরোয়ার্ড লামিনে ইয়ামাল ও রবের্ট লেভানডফস্কিকে ৫ হাজার ইউরো করে জরিমানা করেছে উয়েফা।

এছাড়াও ম্যাচ চলাকালে দর্শকদের মাঠে বিভিন্ন বস্তু নিক্ষেপের জন্য বার্সেলোনাকে ৫ হাজার ২৫০ ইউরো এবং আতশবাজি জ্বালানোর জন্য আরও ২ হাজার ৫০০ ইউরো জরিমানা করা হয়েছে।

ইন্টার মিলানের সমর্থকরা জনসাধারণের চলাচলের রাস্তা আটকানোয় ক্লাবটিকে ২২ হাজার ইউরো এবং আতশবাজি জ্বালানোর জন্য আরও ১১ হাজার ৫০০ ইউরো জরিমানা করা হয়েছে।

মন্তব্য করুন: