আরেকটি ম্যাচে মাঠের বাইরে থাকবেন মেসি

১০ আগস্ট ২০২৫

আরেকটি ম্যাচে মাঠের বাইরে থাকবেন মেসি

লিওনেল মেসিকে মাঠে পাওয়ার জন্য ইন্টার মায়ামির অপেক্ষা আরও দীর্ঘায়িত হচ্ছে। মেজর লিগ সকারে (এমএলএস) নিজেদের পরের ম্যাচেও আর্জেন্টাইন মহাতারকাকে না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কোচ হাভিয়ের মাসচেরানো।

বাংলাদেশ সময় সোমবার সকালে লিগ ম্যাচে অরল্যান্ডো সিটির মুখোমুখি হবে মায়ামি। ম্যাচের আগে কোচ মাসচেরানো জানান, ব্যস্ত সূচি বিবেচনায় এই ম্যাচে মাঠে নামা মেসির জন্য বেশ ঝুঁকিপূর্ণ হয়ে যাবে।

লিওকে আগামীকাল পাওয়া যাবে না। লিও ঠিক আছে, তবে সামনের সবকিছু (ব্যস্ত সূচি) বিবেচনা করে তাকে অরল্যান্ডোতে নিয়ে যাওয়ার ঝুঁকি নেওয়াটা হবে পাগলামি। আমরা আশাবাদী যে, সে শিগগিরই আমাদের সঙ্গে ফিরবে।

গত ২ আগস্ট লিগস কাপে ম্যাচের একাদশ মিনিটে চোট নিয়ে মাঠ ছেড়ে যান মেসি। পরীক্ষার পর ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, তার ডান পায়ের পেশিতে হালকা চোট আছে। তবে সে সময় আটবারের ব্যালন ডিঅর জয়ী এই ফুটবলারের মাঠে ফেরার সম্ভাব্য সময় নিয়ে কিছু জানানো হয়নি।

মেসিকে ছাড়া গত বুধবার পুমাসকে ৩-১ গোলে হারিয়ে প্রতিযোগিতাটির শেষ আটে জায়গা করে নেয় মায়ামি।

অরল্যান্ডোর বিপক্ষে ম্যাচের পর আগামী ১৬ আগস্ট এমএলএসে এলএ গ্যালাক্সির বিপক্ষে খেলবে মায়ামি। এর তিন দিন পর লিগস কাপের কোয়ার্টার-ফাইনালে টাইগ্রেস ইউএএনএলের মুখোমুখি হবে তারা।

মন্তব্য করুন: