ফিলিস্তিনের পেলে কীভাবে মরল – উয়েফাকে প্রশ্ন সালাহর

১০ আগস্ট ২০২৫

ফিলিস্তিনের পেলে কীভাবে মরল – উয়েফাকে প্রশ্ন সালাহর

গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনে চলতি সপ্তাহে প্রাণ হারানো ‘ফিলিস্তিনের পেলে হিসেবে খ্যাত সুলেইমান আল-ওবাইদের প্রতি শ্রদ্ধা জানিয়েছিল উয়েফা। কিন্তু ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কীভাবে তার মৃত্যু হয়েছে তা উল্লেখ না করায় করায় ক্ষোভ প্রকাশ করেছেন লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ।

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) জানিয়েছে, ৪১ বছর বয়সী আল-ওবাইদ গত বুধবার গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে মানবিক সহায়তার জন্য অপেক্ষমাণ সাধারণ নাগরিকদের ওপর ইসরায়েলি হামলায় নিহত হন।

সুলেইমান আল-ওবাইদশনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি সংক্ষিপ্ত এক পোস্টে ফিলিস্তিন জাতীয় দলের সাবেক এই সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে উয়েফার তরফ থেকে লেখা হয়, “তিনি অন্ধকারতম সময়েও অসংখ্য শিশুকে আশা জুগিয়েছেন।

জবাবে সালাহ লেখেন, “আপনি কি বলতে পারেন, তিনি কীভাবে, কোথায় এবং কেন মারা গেলেন?”

সালাহর প্রশ্নের জবাবে তাৎক্ষণিকভাবে উয়েফার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত মৌসুমে প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ের খেতাব পাওয়া ৩৩ বছর বয়সী সালাহ আগেও প্রায় দুই বছর ধরে চলমান যুদ্ধে গাজায় মানবিক সহায়তা প্রবেশের পক্ষে অবস্থান নিয়েছেন।

পরে ফুটবলারদের সংগঠন পিএফএ তাদের ফেইসবুক পেজে উয়েফা সভাপতি আলেকসান্দার সেফেরিনের উদ্ধৃতি দিয়ে একটি বিবৃতি প্রকাশ করে। সেখানে আল-ওবাইদকে বর্ণনা করা হয় “কষ্টের মধ্যেও মানুষের হৃদয়ে ফুটে ওঠা আনন্দের প্রমাণ হিসেবে।

কষ্টের মাঝেও তিনি গাজার শিশুদের স্বপ্নকে ফুটিয়ে তুলতে তার প্রতিভা ও নিষ্ঠা উৎসর্গ করেছিলেন। তার মৃত্যু ফুটবল দুনিয়ার জন্য এবং খেলাধুলার ঐক্যের শক্তি যারা বোঝে, সবার জন্যই এক বিরাট ক্ষতি।

শনিবার পিএফএ জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের বর্বরোচিত হামলায় এখন পর্যন্ত ফিলিস্তিন ফুটবলাঙ্গনের ৩২৫ জন খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, রেফারি ও ক্লাব বোর্ড সদস্য নিহত হয়েছেন।

মন্তব্য করুন: