মেসির মাঠে ফেরা নিয়ে সুখবর দিলেন মায়ামি কোচ
১৬ আগস্ট ২০২৫

চোট কাটিয়ে দুই সপ্তাহ পর ইন্টার মায়ামির হয়ে মাঠে ফিরতে প্রস্তুত হয়েছেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) এলএ গ্যালাক্সির বিপক্ষের ম্যাচে আর্জেন্টাইন মহাতারকাকে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দলের কোচ হাভিয়ের মাসচেরানো।
বাংলাদেশ সময় রোববার ভোরে ঘরের মাঠে লিগ ম্যাচে গ্যালাক্সির মুখোমুখি হবে মায়ামি।
গত ২ আগস্ট লিগস কাপে মেক্সিকোর ক্লাব নেকাক্সার বিপক্ষে পায়ের অস্বস্তি নিয়ে ম্যাচের একাদশ মিনিটে মাঠ ছেড়েছিলেন মেসি। সেই চোটের কারণে মায়ামির হয়ে পরের দুই ম্যাচে খেলতে পারেননি দলের অধিনায়ক। মাঠে ফিরতে গত বুধবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।
গ্যালাক্সির বিপক্ষে মাঠে নামার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাসচেরানো বলেন,
“লিও ভালো আছে। বুধবার থেকে দলের সঙ্গে আছে সে। আপনারা তাকে বুধবার দেখেছেন। আমরা আজও অনুশীলন করছি। আমাদের বিশ্বাস, যদি অস্বাভাবিক কিছু না ঘটে, তাহলে আগামীকালের ম্যাচের জন্য তাকে ডাকা হবে।”
চোটে পড়ার আগে দুর্দান্ত ছন্দে ছিলেন মেসি। এমএলএসে মাঠে নামা সবশেষ ছয় ম্যাচের পাঁচটিতেই জোড়া গোল করেছিলেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। ১৭ ম্যাচে ১৮ গোল করে এখনও চলতি মৌসুমে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা তিনি। এছাড়া ১০টি অ্যাসিস্টও করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
২৩ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ছয় নম্বরে আছে মেসির মায়ামি। ২৬ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া।
মন্তব্য করুন: