মাঠে ফিরেই গোল করলেন, করালেন মেসি
১৭ আগস্ট ২০২৫

চোট কাটিয়ে দুই সপ্তাহ পর মেজর লিগ সকারে (এমএলএস) ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন লিওনেলি মেসি। নেমেই নিজের ঝলক দেখাতে শুরু করলেও গোলের জন্য তাকে অপেক্ষা করতে হয় ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত। গোল করার পর একটি গোলে সহায়তা করে ইন্টার মায়ামিকে জয়ে ফিরিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
ঘরের মাঠে বাংলাদেশ সময় রোববার সকালে শেষ হওয়া ম্যাচে এলএ গ্যালাক্সিকে ৩-১ গোলে হারিয়েছে মায়ামি। এই জয়ে লিগে দুই ম্যাচ পর জয়ের দেখা পেল হাভিয়ের মাসচেরানোর দল।
গত ২ আগস্ট লিগস কাপের ম্যাচে ডান পায়ের মাংসপেশির চোটে পড়েন মেসি। এই চোটের কারণে দুই ম্যাচে দলের বাইরে ছিলেন তিনি। এদিন দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে মাঠে নামেন ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।
এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া মায়ামি ৫৯তম মিনিটে গোল হজম করে। ৮৩ মিনিট পর্যন্ত খেলা ১-১ সমতায় ছিল। ৮৪তম মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া শটে দলকে এগিয়ে দেন মেসি। রদ্রিগো দে পলের কাছ থেকে পাওয়া বল একজনকে কাটিয়ে সামনে এগিয়ে যান তিনি। এগুতে থাকা আরেক খেলোয়ারড়ে পাশ কাটিয়ে আচমকা বক্সের বাইরে থেকে নিচু শটে বল জালে জড়িয়ে সমর্থকদের উল্লাসে মাতান আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।
১৯ গোল নিয়ে এমএলএসের এবারের মৌসুমে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় এককভাবে শীর্ষে এখন মেসি।
৮৯তম মিনিটে দারুণ এক ব্যাকহিল পাসে বক্সের ভেতর সুয়ারেসকে বল দেন মেসি। সেখান থেকে দলের জয় নিশ্চিত করেন উরুগুয়ের এই ফরোয়ার্ড।
২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে আছে মায়ামি। ২৭ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে সিনসিনাটি।
মন্তব্য করুন: