৬ গোলে হারের পর সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন নেইমার
১৮ আগস্ট ২০২৫

ম্যাচের শেষ বাঁশি বাজতেই মাঠে বসেই কান্না শুরু করলেন নেইমার। সতীর্থ ও প্রতিপক্ষের কয়েকজন এসে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও তাতে কাজ হলো না। আর হবেই বা কি করে! কিছুক্ষণ আগেই যে ক্যারিয়ারের সবচেয়ে বাজে হারের মুখোমুখি হয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা। সান্তোসের এমন লজ্জাজনক হারের পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে জানিয়েছেন, তাদের অপমান ও অভিশাপ সবকিছুই তাদের প্রাপ্য।
ব্রাজিলিয়ান লিগ সেরি আর ম্যাচে রোববার ঘরের মাঠে ভাস্কো দা গামার কাছে ৬-০ গোলে হেরে যায় সান্তোস। নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বাজে পরাজয় এটি।
ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেইমার বলেন, “আমি লজ্জিত। আমাদের পারফরম্যান্সে আমি পুরোপুরি হতাশ। সমর্থকদের সবটুকু অধিকার আছে প্রতিবাদ করার… অবশ্যই সেটি সহিংসতা ছাড়া। তবে তারা যদি অভিশাপ দিতে চায় ও অপমান করতে চায়, সেই অধিকার তাদের আছে। আমাদের তা প্রাপ্য।”
নিজের কান্নার কারণ ব্যাখ্যা করে ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড বলে, “প্রচণ্ড লজ্জার অনুভূতি হচ্ছে। জীবনে এমন কিছুর অভিজ্ঞতা আগে হয়নি। দুর্ভাগ্যজনকভাবে এটি হয়ে গেছে। ওই কান্না ছিল রাগ থেকে… সবকিছুর কারণেই। দুর্ভাগ্যজনকভাবে, আমি তো সবকিছু করতে পারব না। তবে বাস্তবতা হলো, এটা ছিল চূড়ান্ত বাজে।”
প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে ছিল নেইমারের দল। বিরতির পর ৫২ থেকে ৬৮ মিনিটের মধ্যে আরও পাঁচটি গোল হজম করে বসে তারা। ভাস্কো দা গামার হয়ে দুটি গোল করেন ফিলিপে কৌতিনিয়ো। লিভারপুল, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখের মতো ক্লাবে খেলে ৩৩ বছর বয়সী উইঙ্গার গত মাসে তার শৈশবের ক্লাবে ফেরেন।
এই ম্যাচের আগে ১৭ ম্যাচে মাত্র ৪ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে ধুঁকছিল ভাস্কো দা গামা। ছিল অবনমন অঞ্চলেও। দুর্দান্ত জয়ে ১৯ পয়েন্ট নিয়ে তাদের বর্তমান অবস্থান ১৬ নম্বরে। অন্যদিকে ১৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে সান্তোস আছে তাদের ওপরে, ১৫ নম্বরে।
এমন বাজে পরাজয়ের পর কোচ ক্লেবের শাভিয়েরকে বরখাস্ত করেছে সান্তোস।
চলতি বছরের শুরুতে নিজেকে খুঁজে পেতে আল-হিলাল ছেড়ে সান্তোসে পাড়ি জমান নেইমার। গত জুন মাসে শৈশবের ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ান ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
মন্তব্য করুন: