গ্যালারিতে বসে সুয়ারেসের জোড়া গোলে মায়ামির জয় দেখলেন মেসি
২১ আগস্ট ২০২৫

পেশির পুরোনো চোটের কারণে লিগস কাপের সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে দলে ছিলেন না লিওনেল মেসি। ম্যাচ চলার সময় রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখে ডাগআউট ছাড়তে হয় কোচ হাভিয়ের মাসচেরানোকে। তবে লুইস সুয়ারেসের জোড়া গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি।
ফ্লোরিডায় বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে শেষ হওয়া লিগস কাপের কোয়ার্টার-ফাইনালে মেক্সিকোর ক্লাব টাইগার্স ইউএএনএলকে ২-১ গোলে হারায় মায়ামি। পেনাল্টি থেকে দুই অর্ধে গোল দুটি করেন সুয়ারেস।
যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর ক্লাবগুলো নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের তিন মৌসুমের মধ্যে দ্বিতীয়বার শেষ চারে পা রাখল মায়ামি। ২০২৩ সালের প্রথম আসরে মেসির নৈপুণ্যে শিরোপা জিতেছিল মেজর লিগ সকারের (এমএলএস) দলটি।
ডান পায়ের মাংসপেশির চোট কাটিয়ে দুই সপ্তাহ পর এমএলএসে মায়ামির সবশেষ ম্যাচেই মাঠে নেমেছিলেন মেসি। গোল করে ও করিয়ে দলকে জিতিয়েছিলেনও তিনি। কিন্তু কোয়ার্টার-ফাইনালের আগে মাসচেরানো জানান, পুরোনো চোটের কারণে অস্বস্তিতে আছেন আর্জেন্টাইন মহাতারকা। শেষ পর্যন্ত গ্যালারিতে বসে দলের ম্যাচ দেখেন মেসি।
দলের অধিনায়ককে ছাড়া মাঠের পারফরম্যান্সে অনেকটা বিবর্ণ ছিল মায়ামি। ৬০ শতাংশ সময় বলের দখল ছিল টাইগার্সের কাছে। গোলের জন্য ১৪টি শট নিলেও সুয়ারেসরা লক্ষ্যে রাখতে পারে কেবল চারটি।
তবে বক্সের ভেতর প্রতিপক্ষ ডিফেন্ডার হাভিয়ের আকিনোর হ্যান্ডবলে পাওয়া পেনাল্টি থেকে ম্যাচের ২৩তম মিনিটে মায়ামিকে এগিয়ে দেন সুয়ারেস। বিরতির পর টাইগার্সকে সমতায় ফেরান মেসির আর্জেন্টাইন সতীর্থ আনহেল কোররেয়া। এরপর ৮৯তম মিনিটে আকিনোর আরেকটি হ্যান্ডবল থেকে পাওয়া দ্বিতীয় পেনাল্টি থেকে মায়ামিকে আরেকবার এগিয়ে দেন সুয়ারেস।
এর আগে প্রথমার্ধের যোগ করা সময়ের পরিমাণ নিয়ে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন মায়ামি কোচ মাসচেরানো। ফলে সেমি-ফাইনালে তাকে ডাগআউটে পাবে না মায়ামি।
ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে অরল্যান্ডো সিটিকে পেয়েছে মেসি-সুয়ারেসরা। এমএলএসের এবারের মৌসুমে তাদের বিপক্ষে দুটি ম্যাচেই হেরেছে মায়ামি।
মন্তব্য করুন: