ইসরায়েলের বিপক্ষে ম্যাচে আয়ের অর্থ গাজায় দান করবে নরওয়ে

২১ আগস্ট ২০২৫

ইসরায়েলের বিপক্ষে ম্যাচে আয়ের অর্থ গাজায় দান করবে নরওয়ে

ইসরায়েলের বিপক্ষে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ থেকে লাভ করা অর্থ গাজার মানবিক সহায়তায় দান করার ঘোষণা দিয়েছে নরওয়ের ফুটবল ফেডারেশন। অসলোতে আগামী ১১ অক্টোবর ম্যাচটি অনুষ্ঠিত হবে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় প্রায় প্রতিদিনই প্রাণহানীর ঘটনা ঘটছে। ইসরায়েলের এই চলমান আগ্রাসনে গাজা উপত্যকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, খাদ্য ও চিকিৎসার সংকট। বিভিন্ন সময় মানবিক সহায়তার ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞায় এই সংকট আরও চরম আকার ধারণ করেছে।

মঙ্গলবার এক বিবৃতিতে নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভেনেস জানান, তারা গাজায় চলমান মানবিক সংকট উপেক্ষা করতে পারে না। এ জন্য তারা ইসরায়েলের বিপক্ষে ম্যাচ থেকে আয় করা অর্থ দান করার সিদ্ধান্ত নিয়েছে।

আমরা কিংবা অন্য কোনো সংগঠন গাজার সাধারণ জনগণের ওপর দীর্ঘদিন ধরে চলা মানবিক ভোগান্তি এবং অসামঞ্জস্যপূর্ণ হামলাগুলো উপেক্ষা করতে পারি না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই ম্যাচ থেকে আসা অর্থ প্রতিদিন গাজায় জীবন রক্ষা ও সক্রিয় জরুরি সহায়তা প্রদানকারী একটি মানবিক সংস্থাকে দান করব।

তবে ম্যাচ থেকে ঠিক কত আয় হতে পারে তা এখনও পরিষ্কার নয়। টিকিট বিক্রি শুরু হবে আগামী সপ্তাহে। আয়োজকরা জানিয়েছে, ম্যাচে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে উয়েফা ও স্থানীয় পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করছে। বাড়তি নিরাপত্তার কারণে প্রায় তিন হাজার টিকিট কমতে পারে। সাধারণত অসলোর উলেভাল স্টেডিয়ামে জাতীয় দলের ম্যাচে প্রায় ২৬ হাজার দর্শক মাঠে বসে খেলা উপভোগ করতে পারেন।

অন্যদিকে বুধবার এক প্রতিক্রিয়ায় ইসরায়েল ফুটবল ফেডারেশন নরওয়েকে আহ্বান জানায়, তারা যেন ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা ও জিম্মি নেওয়ার ঘটনাকেও নিন্দা জানায়।

২০২৩ সালের অক্টোবর থেকে নিরাপত্তাজনিত কারণে নিজ দেশে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারেনি ইসরায়েল। নরওয়ের বিপক্ষে নিজেদের ‘হোম ম্যাচ খেলতে হয়েছিল হাঙ্গেরিতে। গত মার্চে অনুষ্ঠিত সেই ম্যাচে নরওয়ে ৪-২ গোলে জয় পায়।

পাঁচ দলের বাছাইপর্বের গ্রুপে বর্তমানে শীর্ষে আছে নরওয়ে। ‘আই গ্রুপে তাদের পরের অবস্থানে আছে ইসরায়েল ও ইতালি।

অন্যদিকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবি তুলেছে ইতালিয়ান ফুটবল কোচদের সংগঠন (এআইএসি)। এ বিষয়ে তারা ইতালির ফুটবল ফেডারেশনে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে, যা ইউরোপীয় ও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। চিঠিতে বলা হয়েছে, “ইসরায়েলকে থামতে হবে। ফুটবলকেও পদক্ষেপ নিতে হবে।

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ দুই ম্যাচে আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে ইসরায়েলের বিপক্ষে মাঠে নামবে ইতালি।

মন্তব্য করুন: