বিশ্বকাপের ড্রয়ের দিনক্ষণ ঘোষণা
২৩ আগস্ট ২০২৫

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপের ড্রয়ের তারিখ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে।
শুক্রবার হোয়াইটহাউজে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিতিতে ড্রয়ের তারিখ ঘোষণা করা হয়।
সারা বিশ্বের ১০০ কোটি মানুষ ২০২৬ বিশ্বকাপের ড্র সরাসরি দেখবে বলে আশা প্রকাশ করে ফিফা সভাপতি বলেন, “আমরা আমেরিকায় পুরো বিশ্বকে একত্রিত করছি মিস্টার প্রেসিডেন্ট। আর এটি নিয়ে আমরা খুবই গর্বিত।”
এর আগে ট্রাম্পের হাতে বিশ্বকাপের ট্রফিটি তুলে দেন ইনফান্তিনো। ১৮ ক্যারেটের সোনায় মোড়ানো ৬ কেজি ১৭৫ গ্রাম ওজনের ট্রফিটি হাতে নিয়ে মুগ্ধ মার্কিন প্রেসিডেন্ট মজার ছলে বলেন, “আমি কি এটা রেখে দিতে পারি?
আগামী বছর ১১ জুন যুক্তরাষ্ট্রে মাঠে গড়াবে বিশ্বকাপের ২৩তম আসর। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজিত হতে যাওয়া ফুটবল বিশ্বের সর্বোচ্চ আসরটি যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মোট ১৬টি শহরে অনুষ্ঠিত হবে। ম্যাচ হবে ১০৪টি। মেক্সিকোর তিনটি শহরে ১৩টি এবং কানাডার দুটি শহরে ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই, নিউ ইয়র্কে।
ড্র অনুষ্ঠান পরিচালনা করবেন কি না – জানতে চাওয়া হলে ফিফা প্রেসিডেন্টের দিকে ইশারা করে ট্রাম্প বলেন, “এটা তার ওপর নির্ভর করছে। তিনি বস।”
জবাবে ইনফান্তিনো বলেন, “এটা আকর্ষণীয় একটি প্রস্তাব। আমরা এটা নিয়ে আলোচনা করব।”
মন্তব্য করুন: