চূড়ান্ত হলো ব্রাজিলের এশিয়া সফরের সূচি

২৬ আগস্ট ২০২৫

চূড়ান্ত হলো ব্রাজিলের এশিয়া সফরের সূচি

অক্টোবরে দক্ষিণ কোরিয়া জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে এশিয়া সফরে আসার কথা আগেই জানা গিয়েছিল। এবার সেই সফরের সূচি চূড়ান্ত করেছে দেশটির ফুটবল কনফেডারেশন (সিবিএফ)

মঙ্গলবার এক বিবৃতিতে জানানো হয়, আগামী ১০ অক্টোবরে সিউলে দক্ষিণ কোরিয়া এবং ১৪ অক্টোবর টোকিওতে জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই ম্যাচ দুটি খেলবে কার্লো আনচেলত্তির দল। ইতোমধ্যে মূলপর্বে জায়গা নিশ্চিত করা ব্রাজিল আগামী মাসে বাছাইপর্বে শেষ দুটি ম্যাচ খেলবে। ম্যাচ দুটির প্রতিপক্ষ চিলি বলিভিয়া।

সিবিএফের সাধারণ সমন্বয়ক রদ্রিগো কায়েতানো জানান, যুক্তরাষ্ট্র, কানাডা মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপে অংশ নিতে যাওয়ার আগে আগে ভিন্ন ধরনের দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চায় আনচেলত্তির দল। দক্ষিণ কোরিয়া জাপানের বিপক্ষে ম্যাচের পর নভেম্বরে আফ্রিকা এবং আগামী বছর মার্চ জুনে ইউরোপের শীর্ষস্থানীয় দলগুলোর বিপক্ষে খেলার পরিকল্পনা আছে সিবিএফের।

কোচ আনচেলত্তির প্রত্যাশা, বিশ্বকাপের আগে এই ম্যাচগুলো দলের খেলোয়াড়দের বৈশিষ্ট্য ব্যক্তিত্ব সম্পর্কে তাকে ভালো ধারণা এনে দেবে। ৬৬ বছর বয়সী এই ইতালিয়ান কোচ গত মে মাসে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নেন।

এর আগে ২০২২ কাতার বিশ্বকাপের আগেও এই দেশ দুটির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল। সে বছর জুনে অনুষ্ঠিত ম্যাচ দুটিতে দক্ষিণ কোরিয়াকে - গোলে এবং জাপানকে - গোলে হারিয়েছিল সেলেসাওরা।

মন্তব্য করুন: